'কিছুই করতে পারবি না তোর কাপড় খুলে দেবে', সৌগতর 'জুতো পেটা' মন্তব্যর পাল্টা দিলীপের বক্তব্য
Sep 03 2022, 12:05 AM ISTআবারও বিস্ফোরণ বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রতিপক্ষ সৌগত রায়ের নাম করে তাঁকে নিশানা করেন। আর সেই সময়ই তিনি অশালীন মন্তব্য করেন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, 'একটা মোটা কালো ধুমসো এমপি আছে, খালি বলে জুতো মারব।'