গুঁড়িয়ে যাচ্ছে হামাসের টানেল! ইজরায়েলের মারণ বাঙ্কার-বাস্টার বোমা এভাবেই ছড়াচ্ছে ভয়
Oct 29 2023, 11:31 AM ISTইজরায়েল ৮ অক্টোবর থেকে গাজায় বোমাবর্ষণ শুরু করেছিল, কিন্তু ২৭ অক্টোবর যা হল, তা এখনও পর্যন্ত ঘটেনি। ২৭ অক্টোবর রাত ৯টা বাজার সঙ্গে সঙ্গে ইজরায়েল গাজায় অপারেশন নাভা শুরু করে।