স্বয়ং শ্রীকৃষ্ণের তৈরী করা নগর দ্বারকা, কেন সমুদ্র গর্ভে বিলীন হল
Aug 18 2022, 03:51 PM ISTএক মায়ের শোক ও কান্না থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি সেদিন অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই, তেমনি তোমার বংশও জীবিত থাকবে না। তিনি বলেছিলেন, আমি অভিশাপ দিচ্ছি যে একদিন সমগ্র যদুবংশ শেষ হয়ে যাবে।