Kajol Photos -

18 Stories
Asianet Image

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রানি ও কাজল, বলি ডিভাদের সাবেকি সাজে মুগ্ধ অনুরাগীরা

Oct 06 2022, 11:12 AM IST
আবার এক বছরের অপেক্ষা।ইতিমধ্যেই দেবী দূর্গার বিদায়ে সকলের মন ভারাক্রান্ত। পুজোর আনন্দে এতদিন খুশির রেশ ছিল বাঙালির মনে। চলতি বছরে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছিল আট থেকে অষ্টাদশী। বিজয়া দশমী হতেই পুজোর শেষ, মাকে বিদায় জানিয়ে আরও এক বছরের অপেক্ষা। গত ৪ দিন ধরে মুম্বইয়ের মুখার্জি বাড়িতেও ধুমধাম করে চলেছে দুর্গাপুজো সেলিব্রেশন। দশমীতেও জমজমাট মুখার্জি বাড়ির পুজো। পরিবারের সদস্যদের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন রানি ও কাজল। সাদা রঙের শাড়ি পরে সাবেকি সাজে মুগ্ধ করলেন হট ডিভারা।
Asianet Image

বঙ্গনারীর লুকে শাড়িতে গর্জিয়াস রানি-কাজল, মুখোপাধ্যায় পরিবারের পুজোয় চাঁদের হাটে হাজির হলেন কারা?

Oct 05 2022, 11:50 AM IST
মুম্বইয়ের মুখার্জি বাড়িতেও ধুমধাম করে চলছে দুর্গাপুজো সেলিব্রেশন। ডাকের সাজে সেজে উঠেছে মা দুর্গা। মুম্বইয়ের রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয় জমায়েত হয়েছেন তারকারা। বাড়ির পুরো পরিবারের সঙ্গে মুম্বইতে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছেন কাজল ও রানি। মহাষ্টমীর দিন যেন চাঁদের হাট বসেছিল মুখোপাধ্যায় বাড়ির পুজোয়। মহাষ্টমীর দিন অঞ্জলি দিতে পৌঁছে গেছিলেন রণবীর। তবে রণবীর কাপুর একা নন, বরং গোটা ব্রহ্মাস্ত্র পরিবারের সকলেই হাজির ছিলেন। মৌনি রায়, অয়ন মুখোপাধ্যায়ও ভোগ খেয়েছেন মুখোপাধ্যায় বাড়ির পুজোয়। রানি-কাজলের গর্জিয়াস রূপে মুগ্ধ অনুরাগীরা। শাড়িতে হট ডিভা-দের দেখে চোখ ফেরানো দায়।