Sadhguru Supports Saina: সাইনার পাশে সদগুরু, নাম না করে অভিনেতা সিদ্ধার্থের সমালোচনা
Jan 10 2022, 07:34 PM ISTসদগুরু সোশ্যাল মিডিয়ায় সাইনার পাশে দাঁড়িয়ে নাম না করে অভিনেতা সিদ্ধার্থের (Siddharth)তীব্র সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সদগুরু বলেছেন, সাইনা নেহওয়াল গোটা দেশের কাছেই গর্বের। জাতির গর্ব তিনি। কিন্তু সবথেকে বিরক্তিকর ও জঘন্য, জনগণের সাধারণ কথাবার্তা কোথায় নিয়ে যাচ্ছে মানুষ।