Neeraj On Arshad: গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে কেঁপে গিয়েছে গোটা দেশ। সন্ত্রাসবাদী হামললায় মিলেছে পাক যোগের খবর। যোগ্য জবাব দেওয়ার জন্য ফুঁসছে গোটা দেশ।                              

Neeraj On Arshad: গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে কেঁপে গিয়েছে গোটা দেশ। সন্ত্রাসবাদী হামললায় মিলেছে পাক যোগের খবর। যোগ্য জবাব দেওয়ার জন্য ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে বিতর্কে টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী হরিয়ানার নীরজ চোপড়া।

ঠিক কী কারণে বিতর্কে নীরজ চোপড়া (Neeraj On Arshad):-

সূত্রের খবর, পরপর দুটি অলিম্পিক্সে সোনা-রুপো জয়ী নীরজ চোপড়া বেঙ্গালুরুতে নিজের নামে একটি NC-ক্লাসিক গেমের আয়োজন করেছেন। সেখানে দেশ-বিদেশের খেলোয়াড়দের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী পাক খেলোয়াড় নাদিম আরশাদকে। যা নিয়েই বিতর্কের সূত্রপাত। ভারতের সঙ্গে এরকম নৃশংস ঘটনার পরও কী করে নীরজ চোপড়া আরশাদকে আমন্ত্রণ জানালেন তা তৈরি হয়েছে বিতর্ক। নীরজ ও তার পরিবারের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষুদ্ধ জনগণ। আর এই সব নিয়ে প্রশ্ন ওঠায় এবার মুখ খুলেছেন তারকা অলিম্পিয়ান নীরজ চোপড়া (Neeraj Chopra)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন নীরজ (Neeraj On Arshad):-

তিনি বলেন, ''আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটূক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। একজন ক্রীড়াবিদ হিসাবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল, এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ সোমবার পাঠানো হয়েছিল। পহেলগাঁও কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, তার পর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।''

Scroll to load tweet…

এখানেই শেষ নয়, নীরজ আরও বলেন, ''আমি খুব কম কথার মানুষ। তাই বলে এমনটা নয় যে, ভুল দেখলে সেটা বলব না। যখন আমার দেশপ্রেম, পরিবারের সম্মান নিয়ে কথা উঠেছে তখন তো মুখ খুলতেই হবে। আমার কাছে দেশই সবসময় সবার আগে। মঙ্গলবার পহেলগাঁওতে যা ঘটেছে তারপর নাদিমে ভারতে খেলতে আসার কোনও প্রশ্নই ওঠে না। নৃশংস জঙ্গি হামলায় যারা স্বজন হারিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আমি গভীরভাবে শোকাহত। আমার বিশ্বাস আছে, আমাদের দেশ এই নির্মম ঘটনার তীব্র জবাব ঠিক দেবে।''

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্স হোক কিংবা প্যারিস অলিম্পিক। দুই দেশের এই দুই জ্যাভলিন থ্রোয়ারের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। প্যারিস অলিম্পিকে যখন পাকিস্তানের আরশাদ সোনা জিতেছিল এবং নীরজ রুপো তখন আরশাদকে নিজের ছেলে বলেও মন্তব্য করেছিলেন নীরজ চোপড়ার মা। দুই পরিবারের বন্ধুত্বের কথাও সবাই জানে। আর তারপর মঙ্গলবার পহেলগাঁওয়ে এই ধরনের ঘটনা। বেঙ্গালুরুতে এনসি ক্লাসিক অনুষ্ঠানে নীরজের বন্ধু আরশাদের আমন্ত্রণ জানানো নিয়ে নীরজের দেশপ্রেম নিয়ে উঠছিল প্রশ্ন। তারপরই আরশাদ প্রসঙ্গে মুখ খুলেছেন নীরজ চোপড়া। জানিয়ে দিলেন তাঁর অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছেন না নাদিম আরশাদ।