Happy New Year 2022 : পেটপুরে ভুরিভোজে জমজমাট ২০২২, যশ-নুসরতের নিউ ইয়ার স্পেশ্যাল থালি তাক লাগাবে নিমেষে
Jan 01 2022, 04:37 PM IST২০২১ -কে বিদায় এবং ২০২২-কে স্বাগত জানিয়ে স্বামী যশকে নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন নুসরত জাহান।নিউ ইয়ার সেলিব্রেশনে জমিয়ে চেটেপুটে খাওয়া-দাওয়া করলেন নুসরত। সম্প্রতি বছরের প্রথম দিন লাঞ্চের ছবি শেয়ার করেছেন নুসরত। যেখানে, ভাত, ডাল,ফিশ ফ্রাই, চিংড়ি মাছ, মাংস,পাপড়, দেখা যাচ্ছে। বছর প্রথম দিনটাকে চিট-ডে হিসেবে ধরে নিয়ে কব্জি ডুবিয়ে লাঞ্চ সারলেন যশ ও নুসরত।