পল্লবী দে মৃত্যুরহস্য, মুখ খুললেন অভিযুক্ত ঐন্দ্রিলা
May 17 2022, 09:19 PM ISTপল্লবীর পরিবারের দিকেও আঙুল তুলেছেন ঐন্দ্রিলা, 'এত সমস্যা থাকলে কেন এই সম্পর্কে ছিলেন পল্লবী, কেনই বা তার নামে এতদিন তাঁরা অভিযোগ জানাননি? আমার সঙ্গে পল্লবীরই বন্ধুত্ব ছিল, সাগ্নিকের সঙ্গে বিশেষ কথা হতো না'