ফের টাকার হদিশ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে, আনা হল টাকা গোনার মেশিন
Jul 27 2022, 08:41 PM ISTবুধবার দুপুর থেকেই তল্লাশি চালানো শুরু হয় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে। এই তল্লাশির পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায় যে, অর্পিতার ফ্ল্যাটে টাকার হদিশ মিলেছে। তবে, কত টাকা, সেই সংখ্যাটা এখনও পরিষ্কার নয়।