• All
  • 8 NEWS
  • 1 PHOTO
  • 2 VIDEOS
12 Stories
Asianet Image03:23

Partha Chatterjee : ‘ইডি দু’মাস ধরে জেলে রেখেছে, এবার সিবিআই হেফাজতে চাইছে, আমায় জামিন দিন' আবেদন পার্থর

Sep 16 2022, 04:26 PM IST

SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় CBI । এই মর্মে আলিপুর কোর্টে, CBI-এর বিশেষ আদালতে আবেদন জানায় তারা। সেইমতো আজ পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। ‘ED দু’মাস ধরে জেলে রেখেছে। এবার CBI হেফাজতে চাইছে।’ সেই সঙ্গে তিনি জানান, ' ২৮টি ওষুধ খাই, আমি খুব অসুস্থ, জামিন দেওয়া হোক', আদালতে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, একই আদালতে তোলা হল আরও এক অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-কে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের দাবি, 'নিয়োগপত্রে ব্যবহার করা হয়েছে স্ক্যান করা সই। নিজে কোনও নিয়োগপত্রে সই করিনি।'

Asianet Image

Partha Chatterjee Arrested: পার্থ থেকে মুখ ফেরালেন মমতা, মন্ত্রীর বয়ানে বাড়ছে জল্পনা

Jul 23 2022, 11:03 AM IST

টানা ২৬ ঘণ্টার জেরা। এই ঘণ্টাগুলোতে প্রায় সারক্ষণই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে গিয়েছে ইডি-র অফিসাররা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সেকেন্ড ইন কমান্ড পার্থ চট্টোপাধ্য়ায়। ২১ জুলাই শহিদ দিবসেও পার্থ চট্টোপাধ্য়ায়কে দেখা গিয়েছিল সভামঞ্চ থেকে সভা সামলাতে। সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ইডি এবং সিবিআই-কে কড়া বার্তা দিয়েছিলেন। তীব্র হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই সময় সভামঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশেই দাঁড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্য়ায়। এর পরের দিনই অর্থাৎ ২২ জুলাই ভোরের আলো ফুটতেই যে পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে ইডি কলিংবেলটা বাজাবে তা ধারনাতেই ছিল না। এরপর পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি যেভাবে তদন্ত চালিয়েছে তা চাঞ্চল্য ফেলেছে রাজ্য রাজনীতিতে। পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্যাটে ২১ কোটি টাকা এবং সেই সঙ্গে ৫০ লক্ষ টাকার গয়না, বৈদেশিক মুদ্রা উদ্ধার হওয়াটা এই গ্রেফতারিকে প্রায় নিশ্চিত করে দেয়। এর সঙ্গে যোগ হয় তদন্তে এবং জেরা পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়ের সহযোগিতা না করাটা। 
 

Top Stories