কেষ্টর গ্রেফতারিতে চিন্তিত পার্থ, এবার কি এক জেলেই পার্থ আর অনুব্রত?
অনুব্রতকেও গ্রেফতার করা হয়েছে শুনে যথেষ্ট চিন্তিত হতে দেখা যায় পার্থকে। কারারক্ষীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, ‘‘অনুব্রত কি এই জেলেই আসবে?’’ বিজেপি নেতা রুদ্রনীল মন্তব্য করেছেন, “পশ্চিমবঙ্গের জেলে তো এত জায়গা নেই।”