Reality 9 Pro Launch: 5000 mAh ব্যাটারি-সহ লঞ্চ হতে চলেছে নতুন এই সাশ্রয়ী ফোন
Jan 26 2022, 04:45 PM ISTMySmart প্রাইসের রিপোর্ট অনুযায়ী, টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে এই মোবাইল ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এতে 128 GB স্টোরেজ ভেরিয়েন্টও থাকবে। এছাড়াও, 4 GB, 6 GB এবং 8 GB RAM ভেরিয়েন্ট এতে পাওয়া যাবে, যদিও সংস্থা এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্য দেয়নি।