পাইলটকে মুখ্যমন্ত্রী না করার দাবিতে ৯০ জন বিধায়কের পদত্যাগ, ইস্তফা ঝড়েই লুকিয়ে গেহলটের মাস্টারপ্ল্যান?
Sep 26 2022, 07:37 AM ISTসোনিয়ার নির্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও গভীর রাতে গেহলটের সঙ্গে ফোনে কথা বলেন, কিন্তু গেহলট তাঁকে স্পষ্ট জানিয়ে দেন যে পরিস্থিতি এখন তাঁর নিয়ন্ত্রণে নেই। তবে গেহলট মুখে বলছেন অন্য কথা। তাঁর দাবি কংগ্রেস তাকে ৪০ বছরে অনেক কিছু দিয়েছে, এখন নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত।