উত্তরপ্রদেশে এখন বাহুবলী নয়, বজরঙ্গবলী থাকেন-অখিলেশকে কটাক্ষ অমিত শাহের
Feb 19 2022, 07:31 PM ISTপূর্ববর্তী উত্তরপ্রদেশ সরকারগুলিকে আক্রমণ করে অমিত শাহ বলেন, আগে উত্তরপ্রদেশের অপরাধ সারা দেশে আলোচিত ছিল, সারা রাজ্যে মাফিয়া দেখা যেত। আজ আজম খান, আতিক আহমেদ, মুখতার আনসারি জেলে।