শাসকদল রাজ্যের অভ্যন্তরে ঘটা নারী নিগ্রোহের ঘটনা দেখতে পাননা বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি মালদা, কোচবিহার, পাঁচলা-সহ একাধিক রাজ্যের অভ্যন্তরীন বিষয় সংসদে তোলার কথাও বলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
মোদী শাসনের ৯ বছরের 'রিপোর্ট কার্ড তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গতকালই সুকান্তর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, শনিবার সন্ধেয় তড়িঘড়ি ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হননি রাজ্য বিজেপি সভাপতি। শনিবার দলের বেশ কয়েকটি বৈঠক ভার্চুয়াল মাধ্যমে করেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।
সুকান্ত মজুমদার বলেন অনেক দেরি করে ফেলেছে নবান্ন। আরও আগে এই নিয়ে ভাবতে হত রাজ্যকে। সন্ধ্যে সাতটার পর লোকাল ট্রেন বন্ধ হলে অফিস কর্মীরা কি করে ফিরবেন তা মাথায় রাখতে হত সরকারকে।
সুকান্ত মজুমদার বলেন জেলাগুলিতে কলকাতার চাইতে বিজেপি অনেকটাই শক্তিশালী। সেখানে পুরসভা নির্বাচনে তৃণমূল কোনরূপ সন্ত্রাসের চেষ্টা করলে বিজেপি তা প্রতিরোধ করবে।
'তৃণমূল বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করছে', পুরভোটের দোরগড়ায় গুরুতর অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর সিকদারের হয়ে নবপল্লি এলাকায় প্রচারে বেরিয়ে তৃণমূলকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি।