'তৃণমূল বিধায়কদের ৮০ ভাগ লোকই আমাদের সঙ্গে আছেন', সাসপেনশন তোলার আবেদন খারিজে বিক্ষোভ শুভেন্দুদের
Jun 13 2022, 03:26 PM IST'তৃণমূল বিধায়কদের ঘরের ৮০ ভাগ লোকই তো আমাদের সঙ্গে আছেন', দাবি শুভেন্দুর। বিজেপি বিধায়কদের অনৈতিক সাসপেনশন প্রত্যাহার,রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিধানসভার বাইরে বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ।।