আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সল্টলেক ও দমদমে বুধবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি। আলিপুর, হাওড়ার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। যার জেরে স্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি সহ পাহাড়ে।
পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কিন্তু এরপর কোনও কোনও জেলায় আংশিক বৃষ্টিপাত হতে পারে।
তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে। তার জন্য বিজ্ঞানীরা মূলত জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করেছেন। সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে দ্রুত।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। যার জেরে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
বাংলায় হতে চলেছে সোলার ইনসোলেশন। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম পুরুলিয়াতে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা। তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪২ এর কাছাকাছি কিন্তু ৪৫ ডিগ্রির মতো তাপ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।
শেষ হাসি হাসবে তো সেই আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাসেই স্বস্তি আনতে পারে প্রাণে। কবে আসবে বৃষ্টির সুখবর। তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে সবাই।
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর-সহ কয়েকটি জেলায়। তবে এই তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।