জৈষ্ঠ্য মাসের শুরু থেকেই ফের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়েছে। এর সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেড়ে গিয়েছে। ফলে সবারই অস্বস্তি হচ্ছে।
দক্ষিণবঙ্গে ৬ জেলায় হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই রাজ্যে তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বৃষ্টি ও ঝোড়ো বাতাসের ফলে কিছুদিন স্বস্তিতে ছিলেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কিন্তু ফের বদলে যাচ্ছে আবহাওয়া। ফলে বৈশাখের শুরুতে যে পরিস্থিতি ছিল, জৈষ্ঠ্যের শুরুতে একইরকম আবহাওয়া দেখা যেতে পারে।
বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে।
তিন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝ়ড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলাতেই বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাতেই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
দেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া একদম বদলে গিয়েছে। বৃষ্টি ও ঝোড়ো বাতাসের দাপটে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। ফলে স্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।
বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হাওয়া (৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অব্যাহত থাকতে পারে।