Vastu Tips: মেনে চলুন এই বাস্তু টোটকা, মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবে আপনার হেঁশেলে

বাস্তু (Vastu) মতে যেমন আর্থিক অভাব দূর করা সম্ভব, তেমনই খাদ্যাভাবও দূর হবে। তাই বাড়িতে খাদ্যাভাব (Shortage of Food) দূর করতে চাইলে বিশেষ টোটকা মেনে রান্না ঘর সাজান।

বাস্তু শাস্ত্রের ওপর মানুষের ভরসা ক্রমে বাড়ছে। এক সময় বাস্তুশাস্ত্র বিষয়টি মুষ্টিমেয় মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, এখন সকলেই এর ভরস বিশ্বাস করছেন। সংসারে সুখ, শান্তি বজায় রাখতে বাস্তু শাস্ত্র (Vastu Shastra) মত মেনে চলছেন। বাস্তু মতে মেনে, কোন দিকে কোন ঘর করবেন তা ঠিক করছেন। বাস্তু মেনে ঘর সাজাচ্ছেন, আবার বাস্তু মেনে ঘরে ইলেক্ট্রনিক গ্যাজেট (Electronic Gadget) রাখছেন। বাস্তুশাস্ত্র মতে, সংসারে সকলের শারীরিক উন্নতি, ভালো চাকরি, আর্থিক উন্নতি এমনকী সকল ক্ষেত্রে উন্নতি ঘরে বাস্তু মতে। বাস্তু মত মেনে চললে দূর হয় বাস্তু দোষ। 

বাস্তু মত বলতে শুধু ঘরের দিক নির্দেশ নয়। দেওয়াল চিত্র (Painting) থেকে বাগানের ফুল, সবই এর মধ্যে পড়ে। বাস্তু মত মেনে চললে যেমন সংসারের সকল সুখ-শান্তি বজায় থাকে, তেমনই উন্নতি ঘরে। বাস্তু (Vastu) মতে যেমন আর্থিক অভাব দূর করা সম্ভব, তেমনই খাদ্যাভাবও দূর হবে। তাই বাড়িতে খাদ্যাভাব (Shortage of Food) দূর করতে চাইলে বিশেষ টোটকা মেনে  রান্না ঘর সাজান। দেখবেন কখনও সংসারে খাদ্যাভাব দেখা দেবে না।   

Latest Videos

অধিকংশ সময় আমরা নিজেদের ভুলে বাস্তুদোষ (Vatsu Dosh) তৈরি করে ফেলি। যেমন না জেনে মুখোশ কিংবা এমন ছবি লাগাই যা বাস্তুদোষ তৈরি করে। এমনকী রান্না ঘরে রাতে নোরা বাসন ফেলে রাখি। এতে নেগেটিভ পাওয়ারের (Negative Power) জন্ম হয়। যা সকল উন্নতিতে বাধা দেয়। সঙ্গে রান্না ঘরে অনেকেই ছবি লাগায়। ভুল ছবি লাগালে খাবারের অভাব দেখা যায়।  

আরও পড়ুন: Vastu Tips: ফুল বা গাছ দিয়ে ঘর সজ্জান, এই কয়টি ভুলে হতে পারে বাস্তুদোষ

বাস্তু শাস্ত্র মতে, রান্না ঘরের রং হবে সোনালি (Golden) বা সাদা (White)। রান্না ঘরে অগ্নিদেবতা বাস করেন। তেমনই থাকেন মা লক্ষ্মী। তাই রান্না ঘর সজ্জায় বিশেষ গুরুত্ব দিতে হবে। বাস্তু শাস্ত্র (Vatu Shastra) মতে, রান্না ঘরে সাদা ও সোনালি রঙের ছবি টাঙান। এই রঙের ছবি লাগালে বাস্তুদোষ হবে না। সঙ্গে খাবারের অভাব কোনও দিনও দেখা দেবে না। সাদা ও সোনালী রং রান্না ঘরের সকল বাস্তুদোষ দূর করে। 

আরও পড়ুন: Vastu Tips: প্রায়শই মানসিক চাপ অনুভূত হচ্ছে, ভুল দিকে মাথা করে ঘুমাচ্ছেন না তো

এছাড়াও, রান্না ঘরের বাস্তু দূর করতে মেনে চলুন, কয়টি টিপস। বাস্তুশাস্ত্র মতে, রান্না ঘরে জল সম্পর্কিত জিনিসগুলি উত্তর (North) বা উত্তর-পূর্ব  (Northeast)দিকে রাখুন। যেমন, ওয়াটার পিউরিফায়ার (Water purifier), ওয়াটার ফিল্টার  (water filter) এমনকী জল ভর্তি বালতিও এই দিকে রাখতে পারেন।  এতে সংসারে সুখ বজায়।  উত্তর বা উত্তর-পূর্ব দিক জল সম্পর্কিত জিনিস রাখার জন্য শুভ। আর আগুন সম্পর্কিত জিনিসগুলি দক্ষিণ (South) বা দক্ষিণ-পূর্ব (South East) দিকে রাখলে বাড়ির সদস্যদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।
 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari