লকডাউনের মাঝেও চলছে দিব্যি শ্যুটিং, ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে জবাব চাইল ফেডারেশন

  • প্রযোজনা নিয়ে একাাধিক প্রশ্ন ফেডারেশনের
  • এবার পয়েন্ট তুলে তুলে দেখিয়ে দিলেন সমস্যা
  • লকডাউন না মেনে কেন এই উদ্যোগ
  • সাফ উত্তর চাইল ফেডারেশন

২০২০ সালেই লকডাউনের কোপ পড়তে দেখা গিয়েছে বিনোদন জগতে। দিনের পর দিন ধরে সম্প্রচার হয়েছে পুরোনো এপিসোড। কখনও কখনও স্পেশাল শো করতে দেখা গিয়েছে সেলেবদের বাড়ি থেকে। তবে এবার ছবিটা ছিল অন্য। অধিকাংশ ধারাবাহিকই ব্যাঙ্কিং শ্যুট করে রেখেছিল। যার ফলে প্রথম ধাপের লকডাউনে তেমন কোনও সমস্যাই দেখা যায়নি। এরপরই বাড় এর মেয়াদ। এতেই বিপাকে সকলে। অধিকাংশ দর্শক মহলের কাছে ধারাবাহিকই এক কথায় লকডাউনের ভরসা। তাই লকডাউনের মেয়াদ বাড়ার ফলে যখন বেজায় সমস্যায় পড়তে হয় বিভিন্ন মহলকে, ঠিক সেই সময়ই বেশ কিছু প্রযোজক বাড়ি থেকে শ্যুটিং চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে। যেমন কৃষ্ণকোলি থেকে শুরু করে যমুনা ঢাকি, পর্ব শেষ, কিন্তু ধারাবাহিকের গল্প ধরে রাখতেই বাড়ি থেকেই সব তারকারা শ্যুট করে পাঠিয়ে দিচ্ছে চ্যানেলকে, এই নিয়ে একাধিকবার প্রশ্ন করেছে ফেডারেশন। এবার সরাসরি ১১ টি প্রশ্ন তুলে দিল ফেডারেশন।

আরও পড়ুন- প্রশান্ত কিশোরের জীবনী নিয়ে কি ওয়েব সিরিজ, শাহরুখের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা 

Latest Videos

সোমবার একটি বিবৃতিতে দিয়ে সেই প্রসঙ্গই তুলে ধরা হল ফেডারেশনের পক্ষ থেকে। যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন-

আরও পড়ুন- খুল্লামখুল্লা যৌনতায় লিঙ্গের বেড়াজাল ভাঙলেন মিমি, কেউ কি সাড়া দিলেন লাস্যময়ীর ডাকে 

কেন লকডাউন অমান্য করে চলছে শ্যুটিং, বাড়ি থেকে যে শুটিং চলছে তা বিস্তারিত ভাবে লিখিত জানাক প্রযোজক সংস্থা।
শুটিংয়ের সময় যে আলোগুলো ব্যবহার করা হচ্ছে তা দেখে মনে হয় পেশাদারী কাজ, কিভাবে সম্ভব জানতে চাইল ফেডারেশন।
প্রযোজক সংস্থার দাবি মোবাইলে শুট করা হচ্ছে, কিন্তু তা দেখে মনে হচ্ছে প্রফেশনাল ক্যামেরা, তাইবা কী করে সম্ভব হল!
শুটিংয়ে যে শব্দ ব্যবহার হচ্ছে তাও যথেষ্ট পরিষ্কার অস্পষ্ট সেই মাইক তারকার পেলেন কিভাবে।
বাড়ি থেকে যে মেকআপ ব্যবহার করা হচ্ছে তাও দেখে মনে হচ্ছে প্রফেশনাল এই নিয়ে প্রশ্ন তুলেছে ফেডারেশন।
যে ধরনের পোশাক ব্যবহার করা হচ্ছে বাপ্পা ব্যবহার করা হচ্ছে তাও কিভাবে পাচ্ছে তারকারা উঠল প্রশ্ন।

আরও পড়ুন- সত্যি কি দ্বিতীয় বিয়ে রাহুল ও রকমা-র, ভাইরাল ছবিকে ঘিরে হইচই বাংলা সিরিয়াল জগতে. 

ফেডারেশনে দিন আরো প্রশ্ন করে যদি কলাকুশলীরা একাজ করে বাড়ি থেকে তবে সম্পাদনা সংগীত এর সব জায়গায় নাম কেন যাচ্ছে অন্যান্যদের।
অন্ততপক্ষে দুটি সিরিয়ালে 10 বছরের নিচে বাচ্চাদের ব্যবহার করা হয়েছে জ্যাকোবিন বিধি অনুযায়ী কাম্য নয়।

অন্যান্য সময় গুণগত মান ধরে রাখার জন্য চাপ দেওয়া হয় কিন্তু এখন কিভাবে এই নিম্নমানের কাজ টেলিকাস্ট হচ্ছে।
এখন মেকআপ আর্টিস্ট টেকনিশিয়ানদের নাম দেখানো হচ্ছে কিন্তু এই নিম্নমানের কারা করছে না তাহলে তাদের ক্যারিয়ারের ক্ষতি করতে পারে এই টাইটেল।
বকেয়া মাসিক বেতনের কথা এখনো পর্যন্ত বিস্তারিতভাবে ফেডারেশনকে জানায়নি প্রযোজক সংস্থা। তা এবার লিখিত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল ফেডারেশনের পক্ষ থেকে। 

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury