যৌথ পরিবারের গল্প বলবে মৈনাকের 'একান্নবর্তী', মুক্তি নভেম্বরে

একটা সময় ছিল, যখন সবই ছিল যৌথ পরিবার। যৌথ পরিবার ছাড়া ছোট পরিবারের দেখা পাওয়া যেত না। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে গিয়েছে। এখন সেই সব পরিবার ভেঙে ছোট হয়ে গিয়েছে। 

মহালয়ার মতো বিশেষ দিনে দর্শকদের উপহার দিলেন পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik)। আসছে তাঁর আপকামিং ছবি  'একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন' (Ekannoborti)। প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। এটি একটি ফ্যামিলি ড্রামা। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ (SVF)।

একটা সময় ছিল, যখন সবই ছিল যৌথ পরিবার। যৌথ পরিবার ছাড়া ছোট পরিবারের দেখা পাওয়া যেত না। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে গিয়েছে। এখন সেই সব পরিবার ভেঙে ছোট হয়ে গিয়েছে। একজন এদেশে তো আর এক ভাই অন্য দেশে। তবে দুর্গাপুজোর সময় অনেকেই মিলিত হন। আর বাঙালির সবচেয়ে বড় পুজো ও যৌথ পরিবার ঘিরে পরবর্তী ছবির গল্প তৈরি করেছেন মৈনাক ভৌমিক। 

 

 

এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অলকানন্দা রায় (Alokananda Roy) ও অনন্য সেনকে (Ananya Sen)।  

আরও পড়ুন- বন্ধ হতে চলা পুজোর দায়িত্বে প্রমিলা বাহিনী, এগিয়ে এলেন সংখ্যালঘু মহিলারাও 

আরও পড়ুন, Mahalaya: আজ মহালয়া, ভোর রাত থেকেই শুরু তর্পণ, কড়া নিরাপত্তা বাংলার ঘাটগুলিতে

এর আগে মৈনাকের একাধিক ছবিতে দেখা গিয়েছিল অপরাজিতাকে। 'জেনারেশন আমি' -তে অপরাজিতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সৌরসেনী। এছাড়াও মৈনাক পরিচালিত আরও একটি ছবি 'চিনি'-তেও মুখ্য চরিত্রেই দেখা গিয়েছিল অপরাজিতাকে। দুর্গাপুজোয় পুনর্মিলনের মাধ্যমে পারিবারিক মূল্যবোধ ও শিকড়ের টান অনুভব করবেন পরিবারের আলাদা হওয়া সদস্যরা। ছবির চিত্রনাট্য লিখেছেন খোদ মৈনাক। মূলত দুই বোনের গল্প নিয়েই তৈরি এই ছবি। যাঁদের মধ্যে একজনের প্রাপ্তি বেশি, তো অপরজনের প্রাপ্তি নিতান্তই কম। এই দুই বোনের চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী এবং অনন‌্যা। তাঁদের মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য ও ঠাকুমার ভূমিকায় রয়েছেন অলকানন্দা রায়।  

আরও পড়ুন- মহালয়ার দিনই নাকতলায় পুজোর উদ্বোধন, চেতলায় চক্ষুদান মমতার

'একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন' ছবির সঙ্গীত পরিচালনা করছেন প্রসেন এবং ক‌্যামেরার দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চৌধুরী। জুলাই মাসে এই ছবির শুটিং শুরু হয়েছিল। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।  

Share this article
click me!

Latest Videos

Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
শুক্রবার ১৭ জানুয়ারি ৫ রাশি অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হবে, দেখে নিন আজকের রাশিফল
পড়ুয়াকে Bangladeshi বলে অপমান! স্কুলে ভর্তি হওয়ায় বাঁধা, তীব্র চাঞ্চল্য Nadia-র Kalyani-তে
স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে পাল্টা দিলেন Sukanta Majumdar! দেখুন সরাসরি
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের