
করোনা আতঙ্কে গ্রাস করেছে গোটা বিশ্বকে। ফের করোনার থাবা পড়ল বাঙালি অভিনেত্রীর জীবনে। করোনার কড়াল থাবা গ্রাস করল অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্যকে। যত দিন যাচ্ছে তত যেন ক্রমশ বাড়ছে মৃত্যুসংখ্যা। এদিকে করোনা রুখতে একের পর এক দিন করে বেড়েই চলেছে লকডাউনের মেয়াদ। কারণ লকডাউন ছাড়া করোনা আটকানোর আর কোনও উপায় নেই। করোনার কালো মেঘ বাসা বেঁধেছে অভিনেত্রীর রাঁধুনির শরীরে।
আরও পড়ুন-কোভিড-১৯ কি গ্রাস করল বিগবস প্রতিযোগীকে, জল্পনায় মুখ খুললেন অভিনেত্রী...
বিগবস খ্যাত অভিনেত্রীর রাঁধুনির শরীরে মিলেছে করোনা ভাইরাস। যার ফলে বিপাকে পড়েছেন অভিনেত্রী। রাঁধুনির শরীরে করোনা ভাইরাস পাওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনে চলে গেছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবলিনা নিজেই একথা প্রকাশ্যে এনেছেন।
আরও পড়ুন-বিশাপত্তনমে বাড়ছে মৃতের সংখ্যা, পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধীর...
আরও পড়ুন-রাজ্য়ে করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কলকাতার,৭০০ থেকে একদিনে ৭৫৪...
আরও পড়ুন-৫০০ বেড নিয়ে করোনা যুদ্ধের প্রস্তুতি, এবার থেকে সম্পূর্ণ কোভিড হাসপাতাল মেডিক্যাল কলেজ...
দেবলিনা জানিয়েছেন, 'আমাদের কমপ্লেক্স এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। তারপর থেকেই ওই কমপ্লেক্স পুরোপুরি ভাবে সিলড করে দেওয়া হয়েছিল। আমার রাঁধুনিও ওই করোনা আক্রান্ত ব্যক্তিরল ঘরে কাজ করতেন। ওই ব্যক্তির থেকেই রাঁধুনির শরীরেও করোনার উপসর্গ দেখা গেছিল। তারপর থেকে ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তাই স্বেচ্ছাতেই ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে চলে এসেছি।' বর্তমানে মুম্বাইতে একাই থাকেন দেবলিনা। তার পুরো পরিবার থাকেন অসমে। তবে লকডাউনের কারণে নিজের বাড়িও যেতে পারেননি অভিনেত্রী তাই মুম্বইতেই আটকে রয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।