সব ঠিক হয়ে যাবে, 'আই ফর ইন্ডিয়া' তে গান গেয়ে সাহস জোগালেন শাহরুখ খান

Published : May 05, 2020, 02:17 AM IST
সব ঠিক হয়ে যাবে, 'আই ফর ইন্ডিয়া' তে গান গেয়ে সাহস জোগালেন শাহরুখ খান

সংক্ষিপ্ত

ভারতের সবচেয়ে বড় ফান্ডরেজিং কনসার্ট 'আই ফর ইন্ডিয়া'।  ফেসবুক লাইভে চলেছে গান বাজনা, নানা কথা এবং করোনা যোদ্ধা, ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ যারা কাজ করে চলেছেন তাদের শ্রদ্ধাজ্ঞাপন করেছে বলিউড।  শাহরুখ খান গানও গেয়েছেন এই কনসার্টে।

ওয়ান ওয়ার্ল্ড টুগেদার অ্যাট হোম ইভেন্টে সফলভাবে বিশ্বের বিভিন্ন তারকারা যোগদান করেছিলেন। লেডি গাগা একটি নতুন ট্রেন্ড শুরু করেছেন। যেখানে প্রত্যেক তারকারা নিজের তরফ থেকে আমজনতার জন্য বিশেষ বার্তা পাঠাচ্ছেন। সেখানেই শাহরুখ একটি ভিডিওতে বলেন, বিশ্বের মানুষ এখন কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার ভারতেও শুরু হয়েছে একই রকমের কনসার্ট। 

আরও পড়ুনঃএটাই 'দুঃসময়ের ঔষুধ', করোনা মোকাবিলায় ফের নয়া উদ্যোগে অপরাজিতা

আই ফর ইন্ডিয়া লাইভ হল ফেসবুকে। সেখানে শাহরুখ খান 'সব সহি হো জায়েগা' নিজের গলায় গেয়েছেন। এমনকি আব্রাম ক্যামিও করেছেন। গানটি ইতিমধ্যে দ্রুতগতিতে ভাইরাল হয়ে গিয়েছে। প্রসঙ্গত এই কনসার্টে অসংখ্য ভারতের পাব্লিক ফিগাররা অংশগ্রহণ করেছেন। হলিউডের উইল স্মিথও ছিলেন এই অনুষ্ঠানে। এই মহামারীকে রোধ করার একটাই উপায়। 

আরও পড়ুনঃবুম্বা দা মানেই ইন্ডাস্ট্রি, নিজের কাঁধে টলিউডের বাণিজ্যের মোড় ঘুরিয়েছিলেন প্রসেনজিৎ

সকলে একসঙ্গে মিলে লড়তে হবে, ভয় পেলে চলবে না। শাহরুখ খান, অরিজিৎ সিং, প্রিয়াঙ্কা চোপড়া, এ আর রহমান, হৃত্বিক রোশন, করিনা কাপুর, সাইফ আলি খান সহ অনেকে। বলিউড পরিচালক করণ জোহার এবং জোয়া আখতারের হাত ধরেই শুরু হয়েছে এই কনসার্ট। করোনায় যারা দিনের পর দিন লড়ে চলেছেন তাদের কুর্নিশ জানিয়েছে এই কনসার্টের প্রত্যেক অংশগ্রহণকারী। ঋষি কাপুর এবং ইরফান খানের প্রসঙ্গও উঠেছিল এই লাইভে। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

বদলে দেওয়া হয়েছিল সিনেমার গল্প, সিকান্দার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা
মেয়ের পর পাশে পেলেন পরিচালক কৈলাস মেননকে, ফের বিতর্ক এআর রহমানের মন্তব্য ঘিরে