শ্যুটিং ফ্লোরে সলমন-শাহরুখ, জুন মাসেই শুরু হবে টাইগার ৩-এর কাজ

শাহরুখের পাঠান (Pathan) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেন সলমন। সদ্য শেষ হল সেই কাজ। আর এবার পালা শাহরুখের। শোনা যাচ্ছে, শীঘ্রই তিনি উপস্থিত হবেন সলমনের ছবির সেটে। সলমনের টাইগার ৩ (Tiger 3) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।

বলিউডের (Bollywood) দুই খানকে এক সঙ্গে দেখতে সব সময়ই উৎসুক থাকেন দর্শকেরা। কিন্তু, ভাগ্যচক্রে তা আর হয়ে ওঠে না। সলমন খান ও শাহরুখ খানের দুটি এক সময় বলিউডে একাধিক হিট (Hits) ছবি দিয়েছিল ঠিকই। কিন্তু, সে সময় এখন অতীতের কথা। মাঝে কটা বছর তো এক ছবিতে তো দূরের কথা, শো-তেও আসতেন না তারা। কিন্তু, বেশ কয় বছরে বদলেছে সম্পর্কের সমীকরণ। এখন প্রায়শই দেখা মেলে দুজনের। এখানেই শেষ নয়, এক সঙ্গে শ্যুটিং ফ্লোরেও (Shooting Floor) আসছেন তাঁরা।

বর্তমানে দুজনেই কাজ করছেন একই ছবিতে। সদ্য, সলমন (Salman) শেষ করলে শাহরুখের পাঠান ছবির কাজ। না এত আনন্দিত হওয়ার কিছু নেই। একই সঙ্গে দুজনে লিড রোলে অভিনয় করছেন, এমন ভেবে ফেলবেন না। শাহরুখের পাঠান (Pathan) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেন সলমন। সদ্য শেষ হল সেই কাজ। আর এবার পালা শাহরুখের। শোনা যাচ্ছে, শীঘ্রই তিনি উপস্থিত হবেন সলমনের ছবির সেটে। সলমনের টাইগার ৩ (Tiger 3) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। এ যেন একে অন্যকে ঋণ শোধের মতো। 

Latest Videos

শাহরুখ ও সলমন দুজনেই কাজ করছেন দুজনের ছবিতে। দুজনেই কাজ করছেন ক্যামিও চরিত্রে। সে যাই হোক, এক সঙ্গে দেখা যাবে, এতেই খুশি সকলে। এবার শোনা যাচ্ছে, জুন মাসেই টাইগার ৩ ছবির কাজ সারবেন শাহরুখ।  
বর্তমানে, পাঠান ছবির জন্য স্পেনে শ্যুটিং করছেন শাহরুখ। চলতি মাসের শেষেই মুম্বই ফিরবেন তিনি। তারপর এপ্রিলে কাজ করবেন রাজু হিরানির ছবিতে। এরপরই জুনে টাইগার ৩-এর কাজ করার পরিকল্পনা করেছে শাহরুখ। পর পর রয়েছে তার কাজ। টাইগার ৩ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা দেবেন শাহরুখ। তবে, তার চরিত্রে প্রসঙ্গে এখনই সেভাবে জানা যায়নি।  

পাঠান ও টাইগার ৩ দুটো ছবিই থ্রিলার ছবি। পাঠানের জন্য শাহরুখ নিজের লুক পরিবর্তন করেছেন। পরিবর্তন করেছেন হেয়ার স্টাইল। শোনা যাচ্ছে, পাঠান ছবির গুরুত্বপূর্ণ অংশ স্পেনে শ্যুট হয়েছে। প্রায় শেষের পথে সেই কাজ। অন্যদিকে, টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি টাইগার ৩। এই ছবিতে যে জমিয়ে অ্যাকশন করবেন সলমন, তা বলার অপেক্ষা রাখে না। সলমন খান ছাড়াও এই ছবিতে থাকছেন ক্যাটরিনা কইফ। আর বাড়তি পাওনা বলতে ইমরান হাসমি।   

আরও পড়ুন- 'বেশি লাফালে খুলে যাবে', বিকিনি পরে উরফিকে গাছ থেকে ফুল পাড়তে দেখে ধেয়ে এল কটাক্ষ

আরও পড়ুন- ৫৬ বছর বয়সেও এইট প্যাক অ্যাবস, ‘পাঠান’ লুকে শাহরুখকে দেখে হুঁশ উড়ল নেটিজেনদের

আরও পড়ুন- ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিলেন করিশ্মা কাপুর, ৯০এর নিরমার বিজ্ঞাপণে কি তিনি মুখ
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today