সংক্ষিপ্ত

২৭ বছরের রোহিত পাণ্ডে নামের এক পাবলিক রিলেশন ম্যানেজার বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ভারসোভা থানায় অভিযোগটি দায়ের করেন। 

ভোপালীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন 'দ্যা কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী (director Vivek Agnihotri)। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'ভোপালীদের (Bhopali) প্রায়শই সমকামী (Homosexual) বলে ধরে নেওয়া হয়।' পরিচালকের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অভিযোগ দায়ের করা হয়েছে। 

২৭ বছরের রোহিত পাণ্ডে নামের এক পাবলিক রিলেশন ম্যানেজার বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ভারসোভা থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগী মধ্যপ্রদেশের ভোপানের বাসিন্দা। এই বিষয়ে তিনি একটি জরুরি এফআইরও দায়ের করারও আবেদন জানিয়েছেন। 


সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী বলেছিলেন, নবাবী চালচলনের কারণে অধিকাংশ মানুষই ভোপালীদের প্রায়ই সমকামী বলে ধরে নেয়। এই সাক্ষাৎকারের ক্লিপটি নিমেশেই ভাইরাল হয়ে যায়। 

দ্যা কাশ্মীর ফাইলস-এর পরিচালনের এজাতীয় মন্তব্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেন।  সাক্ষাৎকারে বিবেক অগ্নিহোত্রী আরও বলেছিলেন, ' আমি ভোপাল থেকে এসেছি। কিন্তু আমি নিজেকে ভোপালী বলে পরিচয় দিই না। কারণ একটি একটি নির্দিষ্ট অর্থ বহন করে। কেউ যদি নিজেকে ভোপালি বলে , তবে সাধারণে সেই ব্যক্তি একজন সমকামী'। 

চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর দ্যা কাশ্মীর ফাইলস। এই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রশংসিত হয়েছে এই ছবিটি। তারপরই শিরেনামে এসেছেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর কাজ নিয়ে রীতিমত সাড়া পড়েছে গোটা ভারত জুড়ে। কাশ্মীরের পণ্ডিতদের সামাজিক ও রাজনৈতিক সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। ৯-এর দশকে  কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে রাতারাতি পলায়নের কথাও তুলে ধরেছেন তিনি তাঁর ছবিতে। কাশ্মীরের পণ্ডিতদের দুঃখ দুর্দশার কথাই গুরুত্ব পেয়েছে। 

দীর্ঘ দিন ধরে বিবেক অগ্নিহোত্রীর হাত ধরে বড় পর্দায় ফিরেছেন তাঁর স্ত্রী পল্ববী যোশী। এই ছবিতে অভিনয় করেছেন অনুমপ খের, মিঠুন চক্রবর্তীসহ বলিউডের প্রথম সারির তারকারা। এই ছবিটির পাশাপাশি তাদের অভিনয়ও যথেষ্ট প্রশংসা পয়েেছে। ছবিটির প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পণ্ডিতদের প্রতি তিনি তাঁর সমবেদনা জানিয়েছেন। 

উত্তর প্রদেশে ফ্রি রেশন, মন্ত্রিসভার প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের

কাশ্মীরে ২ বাঙালি পর্যটকের মৃত্যু, শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে উল্টে গেল বাস

শিলিগুড়ি করিডোরে সেনা বাহিনীর বিশেষ মহড়া, ৬০০ প্যারাট্রুপারের অনুশীলন দেখুন ভিডিওতে