দিল্লিতে অটো-ট্যাক্সি চালকদের ভাতা, বিনামূল্যে রেশন

  • দিল্লিতে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ
  • করোনার কঠিন সময়ে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে দিল্লিবাসী 
  • সব রেশন কার্ডধারীদের বিমানূল্যে রেশনের কতা ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী
  • অটো-ট্যাক্সি চালকদের দেওয়া হবে বিশেষ ভাতা 

Asianet News Bangla | Published : May 4, 2021 8:43 AM IST / Updated: May 04 2021, 02:17 PM IST

করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারে নাজেহাল অবস্থা দিল্লির।দেশের রাজধানী জুড়ে চলছে লকডাউন। অর ফলে শহরকে দিন-রাত, শীত-গ্রীষ্ম সবসময় সচলে রাখার দায়িত্ব যে অটো-রিক্সাচালকদের কাঁধে থাকে, তারা এখন কার্যত রোজগারহীন। তাদের সাহায্যার্থে এগিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  

আরও পড়ুন: ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্য়া ২ কোটি ছাড়াল, মৃত্যু ২.২২ লক্ষ

কেজরিওয়াল জানালেন, ''এটা কঠিন সময়। শহরের অটো-ট্যাক্সি চালকরা আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের জন্য মাসে ৫ হাজার টাকার ছোট্ট সাহায্য করবে দিল্লি সরকার। পাশাপাশি দিল্লির সব রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন দেওয়ার কথাও ঘোষণা করেছেন কেজরি। দিল্লিজুড়ে চলা অক্সিজেনের সঙ্কট মেটাতে একটি টিম করার কথাও ঘোষণা করেছেন কেজরি।দিল্লিতে দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুও। তাই এখনই লকডাউন তোলার সম্ভাবনা কম।

আরও পড়ুন: করোনার কোপ আইপিএলে, টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করল বিসিসিআই

এদিকে, বিহারেও জারি হল লকডাউন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছে, করোনা সংক্রমণের প্রকোপ কমাতে ১৫ মে পর্যন্ত রাজ্যে জারি থাকবে লকডাউন। বিহারে দৈনিক সংক্রমণ এখন ১১ হাজার ছাড়িয়েছে। রাজ্যে চলছিল নাইট কার্ফু। কিন্তু তাতে সংক্রমণের শৃঙ্খল ছিন্ন করা যাচ্ছিল না। 

Share this article
click me!