লকডাউনের পথে গেল গোয়াও, কাল থেকে চারদিনের তালাবন্দি

Published : Apr 28, 2021, 03:15 PM IST
লকডাউনের পথে গেল গোয়াও, কাল থেকে চারদিনের তালাবন্দি

সংক্ষিপ্ত

দিল্লি, কর্ণাটকের পর এবার গোয়ায় লকডাউন। আগামিকাল থেকে চারদিনের লকডাউন। গোয়ায় সংক্রমণের হার বেড়েই চলেছে।  গোয়ায় এতদিন নাইট কার্ফু চালু ছিল। 

লকডাউনের পথে গেল দেশের আরও এক রাজ্য। দিল্লি, কর্ণাটক, ছত্তিশগড়ের পর এবার করোনায় লকডাউনের ঘোষণা করল গোয়া সরকার। আগামিকাল, বুধবার সন্ধ্যা ৭টা থেকে সম্পূর্ণ লকডাউন থাকবে গোয়া। আপাতত ৩মে সকাল পর্যন্ত রাজ্যে লকডাউন থাকবে বলে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। জরুরী পরিষেবার পাশাপাশি মুদির দোকান খোলা থাকছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্য না ছাড়ার অনুরোধও জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। ভাইরাসের শৃঙ্খল ভাঙতে আগামী চারদিন রাজ্যবাসীকে ঘরবন্দি থেকে কোভিড যুদ্ধে লড়ার সাহায্যও জানিয়েছেন তিনি। গোয়ায় করোনা সংক্রমণের সংখ্যা ৮১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হাজারের বেশি। 

আরও পড়ুন: করোনায় দেশে মৃত্যু ছাড়ালো ২ লাখ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩,২৮৬ জনের

দৈনিক নয়া আক্রান্তের সংখ্যা গোয়ায় এখন দু হাজার ছাড়িয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মেনে শেষ অস্ত্র হিসেবেই লকডাউনের পথে হাঁটল দেশের পর্যটনের অলিখিত রাজধানী। বেশ কয়েক সপ্তাহ ধরে গোয়ায় নাইট কার্ফু ছিল। 

আরও পড়ুন: রাশিয়ান টিকা স্পুটনিকয়ে কেন ব্রাজিলের না, হ্যাঁ বাংলাদেশের

কদিন আগে লকডাউনের সিদ্ধান্ত নেয়  কর্ণাটকও। তার আগে  দিল্লি, ছত্তিশগড়ও লকডাউনের পথে হেঁটেছে। এখন শোনা যাচ্ছে, দেশের যে ১৫০টি জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই বেড়ে গিয়েছে সেখানে লকডাউন হতে পারে। ভোটের পর পশ্চিমবঙ্গে লকডাউন হওয়ার জল্পনাটা অবশ্য এখনও কোনও সরকারী সিলমোহর পায়নি। সব মিলিয়ে ধীরে ধীরে দেশ আবার ঘরবন্দি হতে চলেছে। 
 

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
বিরাট চমক RBI-র, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে মিলবে ডবল সুবিধা, রইল বিস্তারিত