সন্তানরা অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে, দেশের ডিউটি পালনে বদ্ধপরিকর শাকিব

অনেক জল্পনার পর দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে গিয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। দ্বিতীয় ম্য়াচের পর খবর অসুস্থ তার সন্তানরা। তবে  সিরিজ না শেষ করে দেশে ফিরছেন না শাকিব।
 

শারীরিক ও মানসিক অবস্থার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। আর বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট (International cricket) খেলতে পারেবন কিনা সেই বিষয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। একটা বিরতি নিয়ে ক্রিকেটে ফেরার কথা  জানিয়েছিলেন শাকিব। যার ফলে শাকিবকে নিয়ে তৈরি হয়েছিল বিতর্কও। দেশের প্রতি দায়বদ্ধতা নিয়েও উঠেছিল প্রশ্ন। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান  (Nazmul Hasan Papon) ও শাকিবের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকের পর প্রোটিয়া সফরে যাওয়াপ সবুজ সংকেত দিয়েছিলেন তারকা অলরাউন্ডার। কিন্তু যারা শাকিবের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই সমালোকদের বুঝিয় দিলেন কতটা দায়বদ্ধ তিনি।  সন্তানরা হাসপাতালে ভর্তি থাকার খবর পেয়েও প্রোটিয়া সফর (South Africa Tour) থেকে দেশে ফিরছেন না শাকিব আল হাসান। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন শাকিব আল হাসান। সিরিজের ফল ১-১। তৃতীয় ম্যাচ হতে চলেছে সিরিডজ নির্ণায়ক। এই পরিস্থিতি শাকিব খবর পাম তার পরিবারেক কয়েকজন সদস্য অসুস্থ। তার মধ্যে রয়েছে সন্তানরাও। হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়েছে তাদের। এই খবর পেয়ে প্রাথমিকভালে বিচলিত হয়ে পড়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডডার। দেশে ফেরার কথাও ভেবেছিলেন। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত পাল্টান শাকিব। তৃতীয় ও ফাইনাল একদিনের ম্য়াচ খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশ দলের ডিরেক্টর খালেদ মাহমুদ বলেছেন,'পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি থাকায় শাকিব চিন্তায় ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে ও কথা বলে। প্রথমে ভেবেছিল ঢাকায় ফিরে যাবে। তার জন্য গত কয়েক দিনে আমাদের বেশ কয়েক বার বিমানের টিকিট কাটতে হয়েছে। কিন্তু শাকিব এখন ফিরবে না বলে জানিয়েছে।'

Latest Videos

আরও পড়ুনঃপ্রথম আইপিএল অধিনায়কদের বর্তমান অবস্থান, ১৫ তম মরসুম শুরুর আগে জেনে নিন আপনিও

আরও পড়ুনঃআইপিএলের ইতিহাস সেরা এক ডজন রেকর্ড, যা জানতেই হবে আপনাকে

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম একদিনের ম্য়াচ জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই জিতে গড়েছিল নজির। প্রথমে ব্যাট করে ৩১৪ রান করে বাংলাদেশ। জবাবে ২৭৬ রান করে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়া ব্রিগেড। প্রথমে ব্য়াট করে মাত্র ১৯৪ রান করে বাংলাদেশ। জবাবে ১২ ওভার ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় একদিনের ম্য়াচে সিরিজ নির্ণায়ক বলেই তা খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি