‘হ্যাগরিড’-হারা হগওয়র্টস! চলে গেলেন বিখ্যাত চরিত্রাভিনেতা রবি কোলট্রেন 

একটা সম্পূর্ণ যুগ তাঁকে মনে রেখেছেন মূলত হ্যারি পটার সিরিজে ‘হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করার জন্য। এই সিরিজে প্রধান চরিত্র ‘হ্যারি’ তার শিক্ষক ‘হ্যাগরিড’-কে বলেছিল যে, তিনি ছাড়া হগওয়র্টস অসম্পূর্ণ। আজ রবি কোলট্রেনের মৃত্যুতে গোটা সিরিজটাই শিক্ষকহীন বলে মনে হচ্ছে প্রিয় দর্শকদের। 

প্রয়াত হলেন স্কটিশ অভিনেতা রবি কোলট্রেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ১৪ সেপ্টেম্বর স্কটল্যাণ্ডের ফালকির্ক অঞ্চলের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সংবাদমাধ্যমের কাছে তাঁর প্রয়াণের খবর পৌঁছে দেন এজেন্ট বেলিন্দা রাইট। বিশ্ববরেণ্য ‘হ্যারি পটার’ সিরিজে ‘হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন রবি।

রবি কোলট্রেনের আসল নাম অ্যান্থনি রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে দক্ষিণ ল্যাঙ্কাশায়ারে জন্ম হয় তাঁর। বাবা ইয়ান ব্যাক্সটার ম্যাকমিলান ছিলেন এক জন শিক্ষক। মা জিন রস ছিলেন পিয়ানোবাদক।

Latest Videos

১৯৭৯ সালে একটি টেলিভিশন সিরিজের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন রবি। ১৯৮৩ সালে কমেডি সিরিজ ‘আলফ্রেসকো’, ১৯৮৭ সালে ‘টুটি ফ্রুটি’ নামক সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৫ অবধি টানা ২ বছর টেলিভিশন সিরিজ ‘ক্র্যাকার’-এ মনোবিদের চরিত্রে অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে পর পর তিন বার ‘বাফটা’ পুরস্কার জিতেছেন এই অসাধারণ অভিনেতা।

যদিও একটা সম্পূর্ণ যুগ তাঁকে মনে রেখেছেন মূলত হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজিতে ‘হ্যাগরিড’ চরিত্রে অভিনয় করার জন্য। এই সিরিজের দ্বিতীয় পর্বে প্রধান চরিত্র ‘হ্যারি’ তার শিক্ষক ‘হ্যাগরিড’-কে বলেছিল যে, তিনি ছাড়া হগওয়র্টস অসম্পূর্ণ। আজ রবি কোলট্রেনের মৃত্যুতে গোটা সিরিজটাই ফাঁকা বলে মনে হচ্ছে প্রিয় দর্শকদের। তাঁর মৃত্যুতে হ্যারি পটার বইটির লেখিকা জে কে রাউলিং টুইটারে দুঃখপ্রকাশ করেছেন। এ ছাড়াও বহু সহ-অভিনেতারা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আরও পড়ুন-
মধু ছড়িয়ে বিজেডি ও বিজেপি নেতামন্ত্রীদের টোপ! কীভাবে যৌনচক্রের জাল বিছিয়ে কোটিপতি হয়েছিলেন ওড়িশার অর্চনা নাগ?
কম্পানিতে বহাল থেকেও অন্য সংস্থায় কাজ? ইনফোসিসের বহু কর্মীকে ‘মুনলাইটিং’-এর অভিযোগে ছাঁটাই 
আরও একবার বিশ্বসেরার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর মধ্যে ৪২ জনই জেইউ-এর শিক্ষক

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি