বড় পর্দায় পা রাখছেন অন্বেষা হাজরা, জেনে নিন কোন ছবিতে কাজ করবেন উর্মি

উর্মি পাড়ি দিতে চলেছে বড় পর্দায়। এসভিএফের ব্যানারে সরাসরি ডেবিউ করবেন সিনেমার জগতে।

সময়টা ভালোই চলছে অন্বেষার। ছোট পর্দায় খ্যাতি পেতে না পেতেই সরাসরি সুযোগ পেলেন বড় পর্দায়। ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ অন্বেষা হাজরা। উর্মি নামে তিনি সকলের কাছে পরিচিত। এবার এই উর্মি পাড়ি দিতে চলেছে বড় পর্দায়। এসভিএফের ব্যানারে সরাসরি ডেবিউ করবেন সিনেমার জগতে।

জানা যাচ্ছে, চিনি ছবির সিক্যোয়েল কাজ করবেন উর্মি। এসিভিএফ প্রযোজিত চিনি ছবিটি পরিচালনা করবেন মৈনার ভৌমিক। আর এই ছবিতে দেখা যাবে উর্মি ওরফে অন্বেষাকে। চিনি ২-র প্রধান চরিত্রে থাকছেন মধুমিতা সরকার ও অপরাজিতা আঢ্য। মা ও মেয়ের চরিত্রে অভিনয় করবেন তারা। এখন প্রশ্ন হল অন্বেষার চরিত্রটি কি। এই বিষয় নিজেই জানিয়েছেন উর্মি ওরফে অন্বেষা। অন্বেষা বলেন, চিনি তো চিনি, মানে মধুমিতা। তবে, আমিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। আমি জানি আমার কাছে এই প্রশ্নগুলো আসবে। কর্তৃপক্ষের তরফ থেকে এখনও আমার চরিত্রটি কী তা সেভাবে নানানো হয়নি। তবে, বলতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এরই সঙ্গে এখ সাক্ষাৎকারে মধুমিতার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানান উর্মি ওরফে অন্বেষা। জানান চিনি টিম প্রসঙ্গে। উর্মি বলেন, চিনির টিম খুবই ভালো। মৈনাকদা ভীষণ ভালো। আমি মনে করি মৈনাকদার সঙ্গে সবার অন্তত একবার কাজ করে উচিত। তিনি পরিচালক হিসেবে খুবই ভালো। এরই সঙ্গে জানান, এই ছবিতে তার চরিত্রটা কিছুটা সিরিয়াস গোছের।

Latest Videos

এই পথ যদি না শেষ হয় সিরিয়াল দিয়ে খ্যাতি পেয়েছেন অন্বেষা হাজরা। সিরিয়ালের প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। বড়লোকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা হাজরা। বড়লোকের মেয়ে হওয়া সত্ত্বেও ঘটানাচক্রে গরিবের বাড়িতে বিয়ে হয় তার। সেখানে সে কীভাবে সকলের মন জয় করে সেই নিয়ে সিরিয়ালটি। সিরিয়ালে উর্মি ও টুকাই বাবুর প্রেম সকলের নজর কাড়ে। এদের কেমিস্ট্রি সকলের পছন্দের হয়। উর্মির জীবন নিয়েই তৈরি এই সিরিয়াল। নানান কঠিন পরিস্থিতির মধ্যে কীভাবে সে জয় পায় তা নিয়ে কাহিনি। এদিকে অল্প দিনের মধ্যেই অন্বেষা হাজরা খ্যাতি পান। ছটপটে এক মেয়ের চরিত্রে এই পথ যদি না শেষ হয় সিরিয়ালে দেখা যায় তাঁকে।

এবার সেই সাফল্যের পর বড় পর্দায় পা রাখছেন উর্মি। চিনি ছবির সিক্যোয়েল কাজ করবেন উর্মি। এসিভিএফ প্রযোজিত চিনি ছবি দিয়ে ডেবিউ করবেন অন্বেষা।

 

আরও পড়ুন

Indian Idol 13: ফাইনালে ট্রফি উঠল অযোধ্যার ভূমিপুত্র ঋষি সিং, দ্বিতীয় দেবস্মিতা রায়

বিমানের টয়লেটে সঙ্গম থেকে বুকের দুধ পান, আয়ুষ্মানের রোম্যান্সের কীর্তি শুনলে শিউরে উঠবেন

৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি দিয়ে তৈরি পোশাক, দেখে নিন NMACC-তে কেমন সাজে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News