বড় দিনে ‘একেনবাবু এ বার কলকাতায়’! গোয়েন্দার সঙ্গে আর কে কে থাকবেন?

তথাকথিত গোয়েন্দাসুলভ হাবভাব নয় তাঁর। খাদ্যরসিক গোয়েন্দা সুযোগ পেলেই ভালমন্দ খেতে ভালবাসেন। সমান তালে রসিকতায় মাততেও দেখা যায় তাঁকে।

Mukherjee Upali | Published : Nov 23, 2022 9:13 AM IST

ফিরছেন একেন বাবু। মঙ্গলবার এমন খবরে চাঙা কলকাতাবাসীরা। শীতকাল মানেই সারা বিশ্বে উৎসবের আমেজ। শহর কলকাতাতেও উদযাপনের আবহ। পার্ক স্ট্রিট সেজে উঠবে আলোর মালায়। বড় দিনের আগের রাত থেকে শুরু হয়ে যাবে ক্রিসমাস ক্যারল। এমনই আবহে গোয়েন্দা পা রাখছেন তিলোত্তমার বুকে। তাঁর অসংখ্য অনুরাগীদের হইচই ওয়েব প্ল্যাটফর্ম থেকে মঙ্গলবার এই খবর জানানো হল। ষষ্ঠ সিজনে গোয়েন্দার যাবতীয় গোয়েন্দাগিরি এই শহরের বুকে। ২৫ ডিসেম্বর ফের তিনি ব্যস্ত হয়ে পড়বেন রহস্য সমাধানে। আরও খবর, তিনি নাকি ধারাবাহিক খুনের রহস্যভেদ করতেই শহরে আসছেন।

তাঁর অনুরাগীরা বলেন, গোয়েন্দার নাকি পায়ের তলায় সর্ষে। এক মুহূর্ত তাঁর বাড়িতে মন টেকে না। সারা ক্ষণ দৌড়ে বেড়াচ্ছেন রহস্যভেদ করতে। তবে তথাকথিত গোয়েন্দাসুলভ হাবভাব নয় তাঁর। খাদ্যরসিক গোয়েন্দা সুযোগ পেলেই ভালমন্দ খেতে ভালবাসেন। সমান তালে রসিকতায় মাততেও দেখা যায় তাঁকে। এ রকম ব্যতিক্রমী গোয়েন্দাও যে দর্শকদের মনে জয় করে ফেলবেন, ভাবতেই পারেননি ‘একেন বাবু’র স্রষ্টা সুজন দাশগুপ্ত। কলকাতায় ‘একেন বাবু’। শুনেই সুদূর আমেরিকা থেকে তিনিও ছুটে এসেছেন এখানে। মঙ্গলবার হইচই-এর অফিসে তিনি মুখোমুখি পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীর। সেখানেই তাঁর অকপট স্বীকারোক্তি, ‘একেন বাবুর মতোও ছকভাঙা গোয়েন্দাকে দর্শক এত পছন্দ করবেন, ভাবতেই পারিনি। ষষ্ঠ সিজন পর্যন্ত আমার সৃষ্টি সমান জনপ্রিয়। পুরোটাই সম্ভব হয়েছে পরিচালকের মুন্সিয়ানায়। অনির্বাণের অভিনয়গুণে।’

 

 

 

 

আগামি সিরিজে ‘একেন বাবু’ ধারাবাহিক খুনের কিনারা করবেন। গোয়েন্দা নিজে কতটা উত্তেজিত? প্রশ্ন ছিল অনির্বাণের কাছে। অভিনেতার দাবি, ‘একেন বাবু মানেই প্রতি পর্বে নতুন কিছু। এই নতুন কিছুর সন্ধান করতে গিয়ে আমিও প্রতি সিরিজে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। ভাল লাগে। এ বার যেমন আমায় সিরিয়াল কিলিং-এর মতো হত্যাকাণ্ডের সমাধান করতে হবে।’ অভিনেতা ধন্যবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীদেরও। তাঁরা শুরু থেকে এখনও সমান ভাবে ভালবেসে আসছেন। নতুন সিরিজ নিয়ে মুখ খুলেছেন পরিচালক জয়দীপও। তাঁর কথায়, ‘এই সিজনটি অন্য সিজনের থেকে আলাদা। এবং একেন বাবুর গোয়েন্দা ক্যারিয়ারে সবচেয়ে লোমহর্ষক। কারণ, প্রথম বার তাঁকে সম্পূর্ণ একা একটি অপরাধের সমাধান করতে দেখা যাবে। তাও আবার নিজের শহর কলকাতায়। শুধু তাই নয়, শীতের মরসুমে সিরিয়াল কিলিং-এর মতো জমজমাট ঘটনা দর্শকদের বসিয়ে রাখবে। তাই আন্তরিক ভাবে আশা করছি, দর্শকরা একেন বাবুর এই দুঃসাহসিক অভিযানকে আগের থেকেও বেশি উপভোগ করবেন।’

আরও পড়ুন

বরুণের সঙ্গে এক মঞ্চে ‘বুম্বাদা’, ‘ভেড়িয়া’র ছোঁয়ায় হুবহু নেকড়ের মতো চিৎকার করে উঠলেন!

পেশি বানাতে গিয়ে প্রচুর মুরগি খেয়েছি! সবাই বলত, বরুণ ‘ভেড়িয়া’ হয়ে গিয়েছে: বরুণ ধবন

বরুণের সঙ্গে জুটি বাঁধতে ছ’বছর লেগে গেল, এই ফাঁকে খুব ভাল অভিনেতা হয়ে গিয়েছে: কৃতী শ্যানন

Share this article
click me!