ব্রহ্মাস্ত্রের ট্রেলার দেখে কি প্রতিক্রিয়া রণবীরের মা নিতু কপূরের?

সম্প্রতি রিলিজ করেছে ব্রহ্মাস্ত্র ছবি টির প্রথম পার্টের ট্রেলার, শিব, এর মধ্যেই দারুন প্রতিক্রিয়া পেয়েছে ট্রেলার টি, রণবীর কাপুরের মা নিতু কপূর কে ট্রেলার সম্পর্কে প্রতিক্রিয়া জিগেস করা হলে তিনি তাঁর মতামত ব্যক্ত করেছেন

নীতু কাপুর ব্রহ্মাস্ত্রের ট্রেলারে তাঁর প্রথম প্রতিক্রিয়া শেয়ার করেছেন। ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

ব্রহ্মাস্ত্রের ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই রালিয়া-র ভক্তরা ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ছবির ট্রেলার দর্শক এবং সমালোচকদের কাছ থেকে এর মধ্যেই খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছে কিন্তু ব্রহ্মাস্ত্রের ট্রেলার কীভাবে খুঁজে পেলেন নীতু কাপুর? এই এভারগ্রিন অভিনেত্রী তাঁর ছেলে এবং পুত্রবধূর সিনেমার ট্রেলারে তাঁর প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করেন। যদিও ট্রেলারে একটি দৃশ্যে দেখানো হয়েছে রণবীর কাপুর জুতো পড়ে মন্দিরে ঢুকছে। এই সিন নিয়ে টুইটারে সরব হন বেশ কিছু মানুষ 'হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র' লিখে

Latest Videos

ছবিটির বিষয় ঘোষণা করার সময়েই অয়ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনটি অধ্যায়ে মুক্তি পাবে এই ছবি টি। অর্থাৎ এটি একটি ট্রিলজি। সেই মতন ছবির ট্রেলার ও তিনটি ভাগে মুক্তি পাবে, এর মধ্যেই প্রথম ট্রেলার টি মুক্তি পেয়েছে যার নাম শিব। মুক্তির সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্রেজ তৈরি করেছে এটি। ট্রেলারে অত্যাধুনিক সিজিআই ও ভিফএক্স এফেক্ট যে কোনো হলিউড মুভি কেও হার মানিয়ে দেবে। 


একটি সাম্প্রতিক ইন্টারভিউ তে নীতু কাপুরকে ব্রহ্মাস্ত্র ট্রেলার সম্পর্কে তার মতামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এর জবাবে  বলেন, 'ট্রেলার টা আমার বেশ পছন্দ হয়েছে! এটা খুবই কৌতূহল তৈরি করেছে সবার মধ্যে'।অয়ন মুখার্জি তাঁর সিনেমায় এক অন্যরকম পৃথিবী তৈরি করেছেন যা আপনার মনে কৌতুহল সৃষ্টি করবে,আপনি এটি দেখতে চান কারণ এটি খুবই কৌতূহলোদ্দীপক'। তিনি আরও বলেন, 'এটি বিদেশী মুভি থেকে অনুপ্রাণিত নয়, এটা আমাদের নিজের, আমাদের দেশের পুরান কাহিনী। এবং এটি অন্য সুপারহিরো মুভির মত নয়। ট্রেলার দেখে মনে হচ্ছে যেন তাঁর (শিবের) বিশেষ কোনো ক্ষমতা আছে, আগুনের শক্তি তাঁর হাতের মধ্যে আছে। আমি ছবি টি দেখার অপেক্ষায় আছি। এটা। আমি এটা এখনো দেখিনি।'

এদিকে, নীতু কাপুর জুগজুগ জিয়ো দিয়ে সিনেমায় ফিরেছেন। রাজ মেহতা পরিচালিত, যুগ যুগ জিও হল একটি পারিবারিক বিনোদনকারী ছবি যেখানে  অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানি এবং অনিল কাপুর। অভিনেত্রী তার ফিল্মটি নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত, যা ২৪ জুন, এ ২০২২ সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।

ব্রহ্মাস্ত্রের ট্রেলার ঘিরে চরম উন্মাদনা, লাল সিং চাড্ডার রেকর্ড ভেঙে ৫০০ কোটির ঘরে নাম লেখাতে চলেছে

বিয়ের দু-মাসের মধ্যেই আলিয়া ভাট গর্ভাবতী? রণবীর ও তাঁর স্ত্রীকে নিয়ে জল্পনা তুঙ্গে

ফের চমক, হলিউড ডুন ছবির ভিসুয়াল আর্টিস্ট তৈরি করলেন ব্রক্ষ্মাস্ত্র-র VFX

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury