কোয়ারেন্টাইনে বিরুষ্কাকে কপি, বাথরুমে ঢুকে বরের সঙ্গে এ কী করলেন সোনাম

Published : Apr 09, 2020, 03:09 PM IST
কোয়ারেন্টাইনে বিরুষ্কাকে কপি, বাথরুমে ঢুকে বরের সঙ্গে এ কী করলেন সোনাম

সংক্ষিপ্ত

কোয়ারেন্টাইনে রয়েছেন সোনাম কাপুর বরের সঙ্গে বাথরুমে ঢুকে খুনসুটিতে মাতলেন অভিনেত্রী শেয়ার করলেন সেই ছবি বিরুষ্কাকে নকল করলেন কী তবে সোনাম

করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক দেশ লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ৫১০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে বিশ্ব। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। এ লড়াই সর্বস্তরে। প্রতিটা পদক্ষেপেই পাশে রয়েছেন তারকারা। 

আরও পড়ুনঃ 'এক বিশ্ব, এক যোগে বাড়িতে', বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে শাহরুখ-প্রিয়ঙ্কা

সাধ্য মত অনুদান থেকে শুরু করে সচেতনতা গড়ে তোলা, কোনও দিক থেকেই পিছিয়ে নেই বলিউড। পাশাপাশি ভক্তদের সঙ্গে তাঁরা শেয়ার করে নিচ্ছেন প্রতিটা পদক্ষেপের ছবি। বাড়িতে বন্দি অবস্থায় কী করছেন তারকারা। সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতি মুহূর্তে ভক্তরা পাচ্ছেন সেই আপডেট। কয়েকদিন আগেই অনুষ্কা শর্মা বিরাটের চুল কেটে দেওয়ার ছবি শেয়ার করেছিলেন। 

 

 

আরও পড়ুনঃ 'লকডাউনে এটাই স্বর্গ', কেন এমন বললেন অভিনেত্রী স্বস্তিকা

এবার বাথরুমে ঢুকে বরের চুল নিয়ে ব্যাস্ত হয়ে পড়লেন সোনাম কাপুর। ভরিয়ে দিলেন চুমুতেও। ড্রায়ার দিয়ে চুল করে দিলেন কার্ল। সেই ভিডিও শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। কোয়ারেন্টাইনে বরের সঙ্গেই সময় কাটছে এখন সোনামের। বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে আপাতত সেই কাজ স্থগিত। তাই বাড়ি বসেই সকলকে সতর্ক করছেন ও নিজের কোয়ারেন্টাইনের ছবি শেয়ার করছেন। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা