বিনোদনের সেরা ১০ খবর, যা আপনাকে দেবে টলিডউ টু বলিউড আপডেট

  • বিনোদন জগতের সেরা দশে নজর রাখুন
  • ছবির মুক্তি থেকে গসিপ, দিনের বিশেষ বিশেষ খবর
  • বলি থেকে টলি, বিনোদন জগতের হাল হকিকত 
  • জেনে নিন আজকের সেরা দশ বিনোদনের খবর 

সিনেমা থেকে গসিপ, বলি থেকে টলি, কোন ১০ খবরে আজ নজর! লাইম লাইটে কে, কেইবা পড়ছেন পিছিয়ে, কোন পুরষ্কার কার ঝুলিতে! কার ঠাঁই ৩০০ কোটির ক্লাবে! কেইবা পিছিয়ে পড়লেন রেসে! সব মিলিয়ে টাটকা খবর কোনটা, কোন খবরই সেট করল আজকের ট্রেন্ড। নজরে রাখুন সেরা দশে।

১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে শাহরুখ প্রিয়ঙ্কাঃ এবার ইউনিসেফ-এর ডাকে সাড়া দিয়ে জোট বাঁধলেন প্রিয়ঙ্কার সঙ্গে। দান করবেন ত্রাণ তহবিলে। গোটা বিশ্বের মধ্যে বন্ধ রাখতে হবে জন সংযোগ। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।

Latest Videos

বিস্তারিতঃ 'এক বিশ্ব, এক যোগে বাড়িতে', বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাকে শাহরুখ-প্রিয়ঙ্কা

২. করোনায় ত্রাণে অর্জুনঃ সম্প্রতি অভিনেতা অর্জুন কাপুর চুক্তি বদ্ধ হলেন দুই সংস্থার সঙ্গে, গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল। সেখানেই করোনা মোকাবিলায় অর্থ দান করবেন অর্জুন কাপুর। 

বিস্তারিতঃ শর্ত সাপেক্ষ ডেটিং-এর প্রতিশ্রুতি, অনুদানের বিপরীতে মিলতে পারে অর্জুনের দেখা

৩. করোনার ত্রাণে আমিরঃ করোনার ত্রাণে কতটা আর্থিক সাহায্য করেছেন অভিনেতা আমির খান, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলেই আসছে। তবে শুধু আমির নয়, বলিউডের কিং খানের নামও, জড়িয়েছিল। যদিও ধীরে ধীরে তা প্রকাশ্যে এসেছে। এবার পালা বলিউডের মিস্টার পারফেকশনিস্টের।

বিস্তারিতঃ চুপিসাড়ে করোনা মোকাবিলা আর্থিক দান, জানুন বলিউডের মিস্টার পারফেকশনিস্টের কাহিনি

৪. করোনায় আরও এক তারকা মৃতঃ করোনা কেড়ে আরও এক হলিউড তারকাকে। গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত গায়ক জন প্রাইন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩। লোকগীতি নিয়ে চর্চা ছিল তাঁর। ২৬ মার্চ থেকে ন্যাশভিলের হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

বিস্তারিতঃ ফের হলিউডে মৃত্যু, করোনায় প্রাণ হারালেন গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক জন প্রাইন

৫. লক ডাউনে স্বস্তিকাঃ লকডাউনে কে কি খাচ্ছেন অর্থাৎ দুপুরের মেনুতে কী রয়েছে তার সমস্ত ছবি সোশ্যালে আপলোড করছেন অভিনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

বিস্তারিতঃ 'লকডাউনে এটাই স্বর্গ', কেন এমন বললেন অভিনেত্রী স্বস্তিকা

৬. অমিতাভের কবিতা পাঠঃ পরিস্থিতিতে সতর্ক রয়েছেন সকল তারকাই। বাড়িতে থেকে মানুষকে তাঁরা উৎসাহি করছেন। একের পর এক শর্ট ফিল্ম, গান সামনে আসছে। একত্রিত হয়ে লড়াই করার কথা বলেছেন অমিতাভ বচ্চনও।

বিস্তারিতঃ 'বাবুজির এই কবিতা আশা ও শক্তি যোগায়', কঠিন সময় স্মৃতির পাতায় অমিতাভ

৭. লক ডাউনে পাওলিঃ পাওলি দাম। সেই কম সংখ্যক অভিনেত্রীদের মধ্যে পড়েন যাঁরা প্রতিটি চরিত্রকে সিনেপর্দায় জীবন্ত করে তোলে। পাঁচ মিনিটের দৃশ্যেও দর্শকের মনে দাগ কাটার ক্ষমতা রাখেন তিনি।

বিস্তারিতঃ লকডাউনে ভক্তদের জন্য বিশেষ নিবেদন, ভিডিও পোস্ট পাওলির

৮. করোনায় আক্রান্ত পুরব কোহলিঃকণিকা কাপুর হাসপাতাল থেকে ছাড়া পেতেই ফের এক বলিউড তারকা আক্রান্ত করোনায়। রক অন ছবির অভিনেতা পুরব কোহলি আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। কেবল অভিনেতাই নন, তাঁর পরিবারের প্রত্যেক সদস্যই এখন সংক্রমক।

আরও পড়ুনঃফের বলিউডে করোনার কোপ, পরিবার সহ আক্রান্ত রক অন ছবির নায়ক

৯. মদ না পেয়ে আত্মহত্যা করার চেষ্টাঃ প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমার ছেলে ভূপতি নাকি মানুসিক অবসাদে ভুগছিলেন। কারণ, মদ। মদ না পাওয়ায় একাধিক ঘুমের ঔষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি।

আরও পড়ুনঃমদ না পেয়ে মানসিক অবসাদে, আত্মহত্যার চেষ্টা তামিল অভিনেত্রীর ছেলের

১০. করিম মোরানিও আক্রান্ত হলেন করোনায়ঃ কণিকার সুস্থ হয়ে ওঠার খবর প্রকাশ্যে আসার পর পরই করিম মোরানির দুই মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবরে ছড়িয়ে পড়ল বলিপাড়া। এবার মেয়েদের থেকে বাবা করিমও সংক্রমিত হলেন। নানাবতি হাসপাতালে চলছে তাঁদের চিকিৎসা। 

আরও পড়ুনঃদুই মেয়ের পর এবার বাবা, করোনায় আক্রান্ত শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed