Chocolate Day-তে স্পেশাল মানুষের জন্য রইল সবথেকে সহজ চকোলেট কেক-এর রেসিপি

Published : Feb 09, 2021, 05:17 PM IST
Chocolate Day-তে স্পেশাল মানুষের জন্য রইল সবথেকে সহজ চকোলেট কেক-এর রেসিপি

সংক্ষিপ্ত

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস চলছে ভ্যালেনটাইন সপ্তাহ কাছের মানুষটিকে দিন চকোলেটের এই অসাধারণ উপহার ৩টি উপাদানেই বাড়িতেই সহজে তৈরি হবে চকোলেট কেক

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। রোজ ডে থেকে শুরু হয়ে চলে এই ভ্যালেনটাইন সপ্তাহ। সেই অনুযায়ী ৯ ফেব্রুয়ারি Chocolate Day. যে কোনও শুভ কাজ বা সম্পর্কের শুরু মিষ্টিমুখ দিয়েই হয়। তাই এই স্পেশাল দিনে নিজের ভালোবাসার মানুষটিকে চকোলেটের এই অসাধারণ এক কেক বানিয়ে উপহার দিলে তা হয়ে উঠবে আরও স্পেশাল। তাই এই স্পেশাল দিন উপলক্ষে রইল আজকের এই বিশেষ রেসিপি।

আরও পড়ুন- ব্যস্ত সময়ে চটপট বানিয়ে নিন পুষ্টিগুণে ঠাসা সুস্বাদু ও লোভনীয় এগ পোলাও 

সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় কেক। আর লোভনীয় পদ যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই । অসুস্থতার কারণ বাদ দিলে এই কেক পছন্দ করেন না এমন মানুষও খুঁজে পাওয়া বিরল। আর এই Chocolate Day-তে যদি কাছের মানুষটিকে বিশেষ এই উপহার দেওয়া যায়, তবে এই ভালোবাসার সপ্তাহ হয়ে উঠবে আরও স্পেশাল। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন এগলেস চকলেট কেক। 

আরও পড়ুন-  দক্ষিণ ভারতে জনপ্রিয় এই পদ, চেখে দেখুন পুষ্টিকর মশালা রাইস .

এখন বাড়িতেই চোখের পলকে তৈরি হচ্ছে নানান খাবার। যা এর আগে বাড়িতে তৈরির কথা কেউ ভাবেওনি। সাধারণ সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের ডিম ছাড়া চকোলেট কেক। ভাবলে অবাক লাগবে এই ভিডিও ইতিমধ্যেই প্রায় কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে। তবে এই সহজ পদ্ধতিটি কি জানা ছিল আপনার! দেখে নিন ভিডিওটি-

PREV
click me!

Recommended Stories

রাতে যে ফলগুলি একেবারেই খাবেন না!
এই শীতে শরীর গরম রাখবেন কী খেয়ে? দারুণ সহজ টিপস দিচ্ছেন ডায়েটিশিয়ান