লকডাউন ও গরম দুইয়ের সঙ্গেই লড়তে প্রতিদিন পাতে রাখুন এই পদ

  • ওজন কমাতেই নয় বরং ত্বক ভালো রাখতেও সাহায্য করে রায়তা
  • এতে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের রুক্ষভাবও দূর করে
  • টক দই-এর উপকারীতা আর আলাদা করে বলার নেই
  • রইল শসার রায়তা বানানোর সহজ পদ্ধতি

করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ বিশ্বের বেশিরভাগ দেশের জন জীবন। এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এমন অবস্থায় বাড়িতে থেকেই যত্ন নিতে হবে শরীরের। এদিকে প্রতিদিন পর পর তাপমাত্র বেড়েই চলেছে। এমন অবস্থায় শসার রায়তা শুধু ওজন কমাতেই নয় বরং আপনার ত্বকও ভালো রাখতে সাহায্য করে। যাদের ওজন কম তারাও খাবার পাতে রাখতে পারেন রায়তা। এতে যেমন আপনার শরীর সুস্থ থাকবে পাশাপাশি বারতি ওজন কমাতেও সাহায্য করবে। এটি নিয়ম করে পাতে রাখলে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের রুক্ষভাবও দূর করে। টক দই শরীরের জন্য কতটা উপকারী তা আর আলাদা করে বলার জায়গা রাখে না। জেনে নিন শসার রায়তা বানানোর সহজ এই পদ্ধতি। 

আরও পড়ুন- লকডাউনে শরীর সুস্থ রাখতে প্রতিদিন ডায়েটে রাখুন এই স্বাস্থ্যকর পানীয়

Latest Videos

শসার রায়তা বানাতে যা লাগবে-
১/২ কাপ টক দই 
শশা মিহি কুঁচানো 
১ টি পেয়াজ কুঁচি 
১ চামচ শুকনা লঙ্কা ও জিরার গুঁড়ো 
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
১/২ চা চামচ চিনি (স্বাদ মতন ও দিতে পারেন তবে ওজন কমানোর প্রবণতা থাকলে পরিমান বাড়াবেন না)
সামান্য বিট লবন
সামান্য লবন

আরও পড়ুন- 'ডালগোনা কফি'র ট্রেন্ডে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া, আপনিও ট্রাই করুন আজই

কিভাবে বানাবেন শসার রায়তা-

প্রথমে শুকনো খোলায় জিরা ও শুকনো লঙ্কা টেলে নিন। তবে খেয়াল রাখবেন খুব বেশি ভাজলে এর স্বাদ তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুকনো লঙ্কা লালচে করে ভাজবেন, গরম গরম থাকতেই মিহি গুঁড়ো করে কন্টেনারে রেখে দিন। অন্য একটি পাত্রে শসা, পেঁয়াজ ও টকদই ভাল করে মিশিয়ে নিন, সামান্য লবন দিয়ে দিন। পরিমান মত শুকনো লঙ্কা ও জিরার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন তবে বেশি দেবেন না এতে করে রায়তার আসল স্বাদ নষ্ট হয়ে যাবে। উপর থেকে সামান্য বিট লবন ছড়িয়ে দিন। গোল মরিচের গুঁড়ো ও চাইলে সামান্য ধনেপাতা কুঁচিও দিতে পারেন। প্রতিদিন দুপুরে খাওয়ার পাতে রাখুন ছোট এক বাটি এই শসার রায়তা। ওজন কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সাহায্য করে রায়তা।

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M