আজ জিতে পুনরায় শীর্ষস্থান দখল করতে মরিয়া জিদানের শিষ্যরা

Published : Jun 24, 2020, 06:16 PM IST
আজ জিতে পুনরায় শীর্ষস্থান দখল করতে মরিয়া জিদানের শিষ্যরা

সংক্ষিপ্ত

লা লিগা ফেরার পর টানা তিন ম্যাচে জয়ী রিয়াল মাদ্রিদ আজ তাদের সামনে রিয়াল ম‍্যালোরোকা গতকাল রাতে ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করেছে বার্সা আজ শীর্ষে ফিরতে জিততে মরিয়া সার্জিও র‍্যামোসরা

মেসির জন্মদিনে বার্সার জয়ের পর আজ গভীর রাতে মাঠে নামছে মেসিদের চিরপ্রতীদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। করোনা বা লকডাউন পরবর্তী সময়ের ঢিলেঢালা মনোভাব কাটিয়ে দুরন্ত গতিতে ছুটছে জিনেদিন জিদানের দল। আজ প্রতিপক্ষ দুর্বল ম‍্যালোরোকা। তবে বার্সার জয় কিছুটা চাপ বাড়িয়েছে রিয়ালের। বিশ্ব জুড়ে কোটি কোটি রিয়াল ভক্তদের প্রত্যাশাও দলের প্রতি বাড়িয়ে দিয়েছে শেষ তিন ম্যাচে তাদের টানা জয়। আতলেতিকো বিলবাও-কে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৬৫ পয়েন্ট। ফলে ফের শীর্ষস্থান দখল করতে গেলে ম‍্যালোরোকার বিরুদ্ধে জয়ই যে একমাত্র পথ তা ভালই বুঝতে পারছেন জিদান। 

আরও পড়ুনঃসৌরভকে সরিয়ে কেকেআরের অধিনায়ক হয়েছিলেন গম্ভীর,সেদিন ঠিক কী বলেছিলেন শাহরুখ খান

আরও পড়ুনঃ'বিরাট কোহলি পুরো ভিভ রিচার্ডসের মতন ব্যাট করেন'

যদিও করোনা পরবর্তী সময়ে দলের পারফরম্যান্স অনেকটাই স্বস্তি দিয়েছে জিদানকে। লম্বা চোট কাটিয়ে ফিরছে মিডফিল্ডার মার্কো এসেনসিয়ো ও ফরোয়ার্ড এডিন হ্যাজার্ড। স্প্যানিশ গনমাধ্যম বলছে, চার, তিন, তিন ফর্মেশনে মাঠে নামবে গ্যালাকটিকো। আক্রমন ভাগে বেনজিমার সঙ্গি হ্যাজার্ড এবং তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো। রিয়ালের সম্ভাব্য একাদশ জায়গা পেতে পারেন কুর্তোয়া, ফারল্যান্ড মেন্ডি, এদের মিলিটাও, ভারানে, মার্সেলো, ভালভার্দে, মদ্রিচ, ক্রুস, রদ্রিগো, হ্যাজার্ড ও বেঞ্জিমা। গ্যারেথ বেলকে, ভিনিশিয়াস, এসেনসিয়ো-দের হয়তো ফের রিজার্ভেই রাখবেন রিয়াল ম্যানেজার। জ়িদান সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন,'ছেলেরা ভাল করেই জানে, সামনে চূড়ান্ত লড়াই এবং এই সময়টায় কী ভাবে নিজেদের উজাড় করে দিতে হবে। খেলা এতদিন বন্ধ থাকলেও ফেরার পর আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভাল হয়েছে।' তবে এখনও অনেক লড়াই বাকি মানছেন জিজু।

আরও পড়ুনঃএই বছর এশিয়া কাপ হবেই জানাল পিসিবি, আইপিএলকে বন্ধ করতে মরিয়া পাকিস্তান

PREV
click me!

Recommended Stories

আইএসএল ২০২৬: কলকাতা ডার্বির আয়োজক কারা? ইস্টবেঙ্গলের আপত্তিতে সূচি নিয়ে জটিলতা
Indian Super League: আইএসএল সম্প্রচারের টেন্ডার প্রকাশ করল ফেডারেশন, কী কী শর্ত রয়েছে?