তেজস্বী প্রকাশ ওরফে শেশ নাগিন প্রথা অভিনেতার সাথে কিছু মজার মুহূর্ত উপভোগ করেছেন।অভিনেতা তেজস্বীকে এক ভিলেনের সিগনেচার পোজ করতে বললে, তেজস্বীও অর্জুনকে নাগিন সিগনেচার পোজ করতে বাধ্য করেন। এরপর দুজনে তাঁদের নিজ নিজ শো এবং সিনেমার প্রচারের সময় একসঙ্গে বেশ কয়েকটি পোজ দেন।