প্রতিদিন সকাল আমলকির (Amlaki) জুস খাওয়া শরীরের জন্য উপকারী। এ কথা সকলেই শুনেছি। অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যান্সার প্রতিরোধী গুণ রয়েছে এই ফলে। এণনকী ওজন (Weight) নিয়ন্ত্রণে রাখতে আমলকির বেশ উপকীর। ভিটামিন সি-তে (Vitamin C) ভরপুর আমলকি খেলে যেমন ত্বক উজ্জ্বল হবে, তেমনই দূর হবে শরীরের একাধিক ঘাটতি। এতে থাকে জরুরি মিনারেল, ম্যাগনেশিয়াম ও পটাশিয়ান। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত আমলকি (Amlaki) খেলে লিভার (Liver) ও জন্ডিসের সমস্যা দূর হবে। রইল আমলকির ১০টি গুণের খোঁজ। জেনে নিন কেন আমলকি খাবেন।