স্ট্রবেরি, ডিমের হলুদ অংশ, অলিভ অয়েল দিয়ে প্যাক বানাতে পারে। প্রথমে স্ট্রবেরির মাথার সবুজ অংশ কেটে তা চটকে নিন। এবার তার সঙ্গে মেশান ডিমের হলুদ অংশ। মেশান অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুলের জন্য বেশ উপকারী স্ট্রবেরি, ডিমের হলুদ অংশ, অলিভ অয়েলের প্যাক।