ত্বক উজ্জ্বল করতে কত কী করে থাকি। বাজার চলতি হাজারও প্রোডাক্টের ব্যবহার। কখনও ক্লিনজার, টোনার, কখনও প্যাক ব্যবহার করে থাকি। আবার কখনও কখনও চলে মাস্কের ব্যবহার। এত কিছুর পরেও অনেক সময় ত্বকে কালো প্যাচ পড়ে যায়। এর প্রধান কারণ হল সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব। অনেকেই ত্বকে যত্নে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যান। আর এই ভুলেই ত্বকে দেখা দেয় মারাত্মক ক্ষতি। শুধু ট্যান থেকে মুক্তি পেতে নয়, এই ১০টি কারণে নিয়মিত ব্যবহার করুন সানস্ক্রিন। জেনে নিন ঠিক কেন সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।