নারকেল দুধে রয়েছে একাধিক উপকারী উপাদান। এতে থাকে জিঙ্ক, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ফসফরাস, পটাসিয়াম চুলের জন্য বেশ উপকারী। এটি খুশকি দূর করতে চুল পড়া কমাতে, সূর্য রশ্মির কারণে হওয়া চুলের ক্ষতি থেকে চুলকে রক্ষা করতে বেশ উপকারী। তেমনই এর গুণে চুল স্ট্রেট হয়, চুলে জোগায় ময়েশ্চরাইজার।