দামী প্রোডাক্ট নয়, কেবল কলা দিয়েই পেতে পারেন অনবদ্য সুন্দর ত্বক, জানুন কীভাবে

লকডাউনে ফেসিয়াল করছেন বাড়িতেই! সুরক্ষা বজায় রাখতে পার্লার মুখো হচ্ছেন না এখনও... তবে ভরসা ফেসিয়াল কিড। অনলাইনে অর্ডার করেই হোক বা দোকান থেকে কেনা দ্রব্যেই হোক, নিজের ত্বকের যত্ন নিতে অনেকেই বাড়িতে বসে করে ফেলেছেন ফেসিয়াল। তবে ঘরোয়া টিপসে কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়! এবার জানুন সেলেবের সৌন্দর্যের রহস্য। 

Jayita Chandra | Published : Aug 18, 2021 11:36 AM IST
18
দামী প্রোডাক্ট নয়, কেবল কলা দিয়েই পেতে পারেন অনবদ্য সুন্দর ত্বক, জানুন কীভাবে

অনুষ্কা শর্মা, বরাবরই লাইট মেকআপ পছন্দ করেন। খুব বেশি মেকআপ তিনি কখনই করেন না। 

28

ঘরোয়া টিপস ও প্যাকেই ভরসা রাখেন অনুষ্কা। প্রতিদিন স্নানের সময় গায়ে মেখে ফেলেন কলা। এটা তাঁর প্রত্যহ রুটিনের মধ্যেই পড়ে। 

38

এই কলা ত্বকের কী কী উপকারে লাগে জেনে নিন। কলা ত্বকের উজ্জ্বল্যতা বাড়িয়ে তোলে। কমলা লেবুর রস, কলা ও মধু মিশিয়ে মুখে মাখলে তা ত্বকের জন্য বেশ উপকারি। 

48

মুখের কালচে ভাব দূর করে দেয়। মধু, লেবুর রস ও কলা এক সঙ্গে লাগালে মুখের রঙ পরিষ্কার হয়। 

58

কলা মুখের রিঙ্কেল সরাতে সাহায্য করে। এর সঙ্গে টকদই ও লেবুর রস মেখেও ব্যবহার করতে পারেন।

68

কলা বেকিং সোডা ও হলুদ মিশিয়ে ব্যবহার করলেই তা ব্রণর সমস্যা দূর করতে। এতে মুখ পরিষ্কার থাকবে। 

78

তুখের তেল তেল ভাব নিয়ন্ত্রণ করতেকলা ভিষণভাবে সাহায়্য করে। কলার প্যাক লাগালে অতিরিক্ত তেলা ত্বক বশে আসে। 

88

কলার খোসাও ত্বকের জন্য উপকারি। কলার খোসা ত্বকে লাগাতে তা বিভিন্ন ত্বকের সমস্যাকে দূর করে দেয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos