সেনসিটিভ ত্বক (Sensitive Skin) যাদের, তারা শীতে অনেকে ময়েশ্চরাইজার লাগান না। এমন করা উচিত নয়। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। ফেটে যায় ত্বক। তাছাড়া, শীতে বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট (Skin Care Products) ব্যবহার করবেন না। এতে ত্বকের আরও ক্ষতি হয়। সেনসিটিভ ত্বক যাদের, তারা যতটা প্রয়োজন ততটুকু যত্ন নিন। এর বেশি হলে, ত্বকের সমস্যা দেখা দিতে পারে।