‘আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ভীষণ প্রিয় মানুষ,
দুঃখ কষ্টে আমায় শক্তি যোগানোর মতো শক্ত কাঁধ তুমিই,
আনন্দে তোমাকে জড়িয়েও ধরেছি বারবার,
তুমি আমার জীবনের আশীর্বাদ। শুভ পিতৃ দিবস।’ আপনার জীবনে একজন ভালো বন্ধুর জায়গায় কীভাবে আপনা আপনার বাবাকে বসিয়েছেন, সে কথা নিজেই জানান। পাঠান এমন বার্তা।