শরীর সুস্থ রাখতে সঠিক রক্ত চলাচল ঠিক রাখা প্রয়োজন। শরীরের প্রতি অঙ্গের সঙ্গে মস্তিষ্কে যেমন রক্ত চলাচল ঠিক হওয়া প্রয়োজন। তেমনই প্রয়োজন স্ক্যাল্পে রক্ত চলাচল ঠিক থাকা। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন চুলের বৃদ্ধি ঠিক রাখে। মাথার ত্বকে রক্তের সঠিক প্রবাহ চুলের গোড়া মজবুত করে। মাথার স্বাস্থ্যে কোনও রকম সমস্যা থাকলে চুল পড়া বেড়ে যায়। তেমনই স্ক্যাল্পে সঠিক রক্তসঞ্চালন না হলে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। এবার থেকে মেনে চলুন এই ১০টি টিপস। এতে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে। জেনে নিন কী করবেন। কোন উপায় ভালো থাকবে মাথার স্বাস্থ্য। রইল বিশেষ টিপস।