গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়কের পুজো তো করছেন, জানেন কি সৌভাগ্য ফেরাতে কোন মন্ত্র জপ করবেন

১০ সেপ্টেম্বর  অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হবে গণেশ চতুর্থী উৎসব। ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। তবে গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে। বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করলেই হল না নিজের সৌভাগ্য ফেরাতে নিষ্ঠাভরে জপ করুন গণেশের এই জপ মন্ত্র।
 

Riya Das | Published : Sep 10, 2021 7:18 AM IST / Updated: Sep 10 2021, 12:50 PM IST
19
গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়কের পুজো তো করছেন, জানেন কি সৌভাগ্য ফেরাতে কোন মন্ত্র জপ করবেন


চলতি বছরে ১০ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। আগে শুধুমাত্র মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হলেও এখন গোটা দেশ পাড়ায় পাড়ায় শুরু হয়েছে গণেশ পুজো।

29

গণেশ চতুর্থী সাধারণত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে খুব বড় করে পালিত হয়। তবে গতবছরে করোনার জন্য কিছুটা হলেও ফিকে হয়েছে। এবছরও তেমনটাই হতে চলেছে।

39

ভাদ্র ও মাঘ মাসের শুক্লাচতুর্থীকেই বলা হয় গণেশ চতুর্থী। হিন্দুধর্ম মতে এই দিনটিই গণেশের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এর পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস।
 

49


চলতি বছরে বাড়িতেই ঘরে ঘরে গণেশ পুজো আরাধনায় মেতেছে সকলেই। তবে গণেশ পুজো করলেই হল না, এর কিছু নিয়ম কানুনও রয়েছে। 

59

সিদ্ধি, বিঘ্ননাশকারী, অর্থ জ্ঞানের দেবতা রূপে পূজিত হন গণেশ। যিনি প্রতিদিন গণেশের স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়।  মানসিক শক্তি, পরিবারে সুখ-শান্তি, উপার্জন বৃদ্ধিরও দেবতা এই গণপতি।

69

নিজের সৌভাগ্য ফেরাতে নিষ্ঠাভরে জপ করুন গণেশের এই জপ মন্ত্র। তাহলেই তুষ্ঠ হবেন সিদ্ধি বিনায়ক।  গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের আরাধনা করার সময় গণেশের মন্ত্রগুলি অবশ্যই  জপ করুন।

79

ধ্যান মন্ত্র 

'ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগন্ডস্থলম্ ।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং , বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্ ।  '

89

প্রণাম মন্ত্র

একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।
বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।

'যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।'

99

গণেশ বন্দনা

'বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।
নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।'

Share this Photo Gallery
click me!

Latest Videos