এলো উৎসব রাখির, কত খুশির বাহার, বোন বাঁধলো ভাইয়ের কব্জিতে, দিল ভালোবাসায় ভরা উপহার। রইল রাখি উৎসবের শুভেচ্ছা।- রাতে ১২টা বাজলেই মেসেজ পাঠান। কিংবা ভাই বাড়িতে থাকলে তাকে শুভেচ্ছা জানাতে পারেন। কিংবা দিনের শুরুতে জানাতে পারেন শুভেচ্ছা। এই মজার বার্তা মন কাড়বে সকলের। শুভেচ্ছা বার্তায় লিখুন এই কথা।