শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি উৎসব। এই শুভ তিথিতে ভাইয়ের হাতে রাখি বেঁধে তার সুস্থ জীবন ও সাফল্যের কামনা করে বোনা। তেমনই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাইরা। ভাই-বোনের ভালোবাসার প্রতীক হল এই বিশেষ উৎসব। বছর তিথি অনুসারে ১১ অগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা। এই দিন সকাল সকাল শুভেচ্ছা জানান ভাইকে। জেনে নিন কী লিখবেন শুভেচ্ছা বার্তায়। রইল ১০টি মেসেজের হদিশ। আপনার পাঠানো এই বার্তা মন কাড়বে সকলের।