Healh Tips : বেলি ফ্যাট কমাতে চান, ঘুম থেকে উঠেই প্রতিদিন খান একটি ফল, ওজন কমবে হুড়মুড়িয়ে

 শরীর সুস্থ রাখতেই চলছে ডায়েট থেকে শরীরচর্চা। ফ্ল্যাট অ্যাবস-ছিপছিপে কোমড় এটাই হাল ফ্যাশনের রোজনামচা। কিন্তু জানেন কি, প্রতিদিন একটি করে সস্তার কলা খেলেই ওজন বাড়া তো দূর হুড়মুড়িয়ে কমবে শরীরের বাড়তি ফ্যাট, কী বলছেন বিশেষজ্ঞরা, জেনে নিন বিশদে।
 

Riya Das | Published : Nov 7, 2021 1:00 PM IST
110
Healh Tips : বেলি ফ্যাট কমাতে চান, ঘুম থেকে উঠেই প্রতিদিন খান একটি ফল, ওজন কমবে হুড়মুড়িয়ে

কলা (Banana) খেতে কে না ভালবাসে। কলার উপকারিতার কথা সকলেরই জানা। শরীরে আয়রণের ঘাটতি মেটাতেও কলা ভীষণই উপকারী। তবে খিদে পেলেই কলা  খেলে নিলেন কিংবা ঘুম থেকে উঠেই কলা খেলেন তা কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। 

210

শরীরের পুষ্টি জোগাতেই নয়, বরং সস্তার ফল কলা (Banana) খেয়ে অনেকেই খিদে মেটান। পুষ্টিগুণের জন্য এবং অন্যান্য ফলের তুলনায় দামে সস্তা হওয়ায় কলা অনেকের কাছেই খুব প্রিয়। 

310


কলার  (Banana) মধ্যে মিনারেলস, ভিটামিন এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এর পাশাপাশি কলায় ফ্যাটের পরিমাণ অনেকটাই কম।

410

বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা করার পর ইনস্ট্যান্ট এনার্জি ফিরে পেতে কলা  (Banana) খাওয়ার পরামর্শ দেন  ফিটনেস (Fitness) ট্রেনাররা।

510


কলা খেলে ওজন তো বাড়েই না উল্টে শরীরে পুষ্টিগুণ বাড়ে। বিশেষত সকাল বেলা ব্রেকফার্স্ট স্কিপ করতে বারণ করেন বিশেষজ্ঞরা। কারণ সকালেই বেশি পরিমাণ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

610


সকালবেলা ওটমিল, চিয়া সিডস, ডালিয়ার সঙ্গে কলা মিশিয়ে খেতে বলছেন বিশেষজ্ঞরা। এতে যেমন সারাদিন এনার্জি পাবেন তেমনই পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং খিদে পাবে না।

710


সকালবেলা ওটমিল, চিয়া সিডস, ডালিয়ার সঙ্গে কলা মিশিয়ে খেতে বলছেন বিশেষজ্ঞরা। এতে যেমন সারাদিন এনার্জি পাবেন তেমনই পেট অনেকক্ষণ ভরা থাকবে এবং খিদে পাবে না।

810

কলার মধ্যে স্টার্চ থাকে, যা শরীরের মেটাবলিজম বুস্ট করে। ওয়ার্ক আউটের পর কলার স্মুদি বানিয়ে খেতে বলেন বিশেষজ্ঞরা। এতে অল্প পরিমাণে মধু, বাদাম মিশিয়ে নিতে পারেন। এতে যেমন দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে তেমনই  খিদেও কম পাবে।
 

910

অনেকেই খিদে পেলে বেশ কয়েকটি কলা একসঙ্গে  খেয়ে পেটের খিদে মেটান। এই ফল খেলে দেহের পুষ্টি যোগাবে ঠিকই। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে খালি পেটে কলা খাওয়া উচিত নয়।

1010


খালি পেটে শুধু কলা খেলে শরীরের উচ্চমাত্রায় ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে। এর ফলে হৃদরোগের আশঙ্কা থাকে। তবে শুধু কলা নয়, খালি পেটে কোনও ফল খাওয়া উচিত নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos