খাওয়ার পাশাপাশি ত্বকে যত্নে ব্যবহার করুন দই। এতে জিঙ্ক, ল্যাকটিক অ্যাসিড, জিএইচএ আছে। যা ত্বক মসৃণ করে, উজ্জ্বল করে, ব্রণ দূর করে। এমনকী দইয়ের প্যাক ব্যবহারে ত্বকে যাবতীয় দাগ দূর হয়। ত্বক হাইড্রেট করতে ব্যবহার করতে পারেম দই। দইয়ের সঙ্গে হলুদ বাটা, মধু মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।